মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিএনপি নির্বাচনে আসবে, লিখে রাখুন

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নির্বাচনে আসবে, লিখে রাখুন

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি অবশ্যই শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবে, এটা লিখে রাখুন। গতকাল আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে ১৪-দলীয় জোটের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোন কোন দেশে অর্থ পাচার করেছেন, তার পূর্ণ তদন্তের দাবি তোলেন জোট নেতারা। একই সঙ্গে অর্থ পাচারে খালেদা জিয়ার পরিবার কীভাবে জড়িত, তার বিস্তারিত সবার সামনে এনে তাদের বিচারেরও দাবি জানিয়েছে জোটটি। সংবাদ সম্মেলনে নাসিম বলেন, নির্বাচন নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করছেন তারা আসলে প্রধানমন্ত্রীকে হত্যা করার দুরভিসন্ধি লালন করছেন। এবারের নির্বাচন মন্ত্রী-এমপি বানানোর নির্বাচন নয়, এবারের নির্বাচন জাতীয় অস্তিত্ব রক্ষার নির্বাচন। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার নির্বাচন। বাঙালি শেখ হাসিনার নেতৃত্বে যে লক্ষ্য অর্জন করেছে, সে লক্ষ্য ধরে রাখার নির্বাচন। এই নির্বাচনে জনগণ ভুল করতে পারে না। দুর্নীতি নিয়ে খালেদাকে খোলা চ্যালেঞ্জ দিয়ে সংবাদ সম্মেলনে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘মওদুদ ভাইসহ যারা দুর্নীতির কথা বলেন, তারা কালো টাকা সাদা করলেন কেন? কোকোর ২০ কোটি টাকা কোথা থেকে এলো তার কৈফিয়ত দিয়ে অন্য কথা বলবেন।’ এদিকে জোটের বৈঠকে চাল ও পিয়াজের মূল্য নিয়ে অধিকাংশ নেতা উদ্বেগ প্রকাশ করেন। জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, ‘সভায় সিদ্ধান্ত হয়েছে— আমাদের দেখতে হবে কেন এই সময়ে দ্রব্যের সরবরাহ পর্যাপ্ত থাকার পরও মূল্য বৃদ্ধি পেল।’ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাসদের শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির ডা. শহিদুল্লাহ সিকদার, শাহাদাৎ হোসেন, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল প্রমুখ।

সর্বশেষ খবর