শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

রক্তক্ষরণ হচ্ছে নিউইয়র্কের ঘটনায়

টাঙ্গাইল প্রতিনিধি

রক্তক্ষরণ হচ্ছে নিউইয়র্কের ঘটনায়

সাবেক মন্ত্রী বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, নিউইয়র্কের ঘটনায় আমি অস্থির ছিলাম না, ভীতসন্ত্রস্ত-বিচলিতও হইনি, এটা স্বার্থবাদীদের চক্রান্ত। তবে আমার ভিতরে রক্তক্ষরণ হয়েছে যে, আমি কি ভুল করছি? রাজনীতি আমার পেশা বা ব্যবসা নয়, এটা সেবা। সেবা করার সুযোগ থাকলে সেবা করা যায়, না থাকলে করা যায় না। অন্য কোনো দল করতেও পারব না, নতুন কোনো দল গঠনও করতে পারব না। তাই যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই বেঁচে থাকতে চাই।’ তিনি গতকাল কালিহাতী উপজেলা করিমুন্নেছা সিদ্দিকী উচ্চবিদ্যালয়ে প্রয়াত শিক্ষক সেকুল পারভেজ স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। করিমুন্নেছা সিদ্দিকী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন আবদুল লতিফ সিদ্দিকীর সহধর্মিণী সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, পারখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ তালুকদার প্রমুখ।

সর্বশেষ খবর