সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

রাশিয়ায় পুতিনের সামনে নতুন চ্যালেঞ্জ নাভালনি

প্রতিদিন ডেস্ক

রাশিয়ায় পুতিনের সামনে নতুন চ্যালেঞ্জ নাভালনি

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনি। এরইমধ্যে তিনি পুতিনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। খবর : বিবিসির।

মনে করা হচ্ছে রাশিয়ায় নাভালনিই হচ্ছেন একমাত্র ব্যক্তি, যিনি পুতিনকে নির্বাচনে হারাতে পারলেও পারতে পারেন। খবরে জানা গেছে, নাভালনি যাতে প্রার্থী হতে পারেন সে জন্য রাশিয়ার ২০টি শহরে তার সমর্থকরা সমাবেশ করছেন। তারা গণস্বাক্ষর সংগ্রহ অভিযানেও নেমেছেন। তারা দাবি করছেন, নির্বাচনের জন্য নাভালনিকে নাম নিবন্ধন করতে দেওয়া হোক। অন্যদিকে রুশ নির্বাচনী কর্মকর্তারা এইরমধ্যে রুলিং দিয়েছেন, নাভালনি নির্বাচন করার অযোগ্য। কারণ তিনি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তবে আলেক্সেই নাভালনির দাবি, এ মামলা রাজনৈতিক উদ্দেশে প্রণোদিত। প্রসঙ্গত, নাভালনি ২০১১-১২ সালে পুতিনবিরোধী বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন। এ কারণে তিনি তিনবার জেলও  খেটেছেন। পর্যবেক্ষকরা বলছেন, রাশিয়ায় কোনো কোনো অংশের যতই সমালোচনা থাকুক ভ্লাদিমির পুতিনের পক্ষে রয়েছে ব্যাপক জনসমর্থন। তাই এটা নিশ্চিত যে, তিনি সহজেই নির্বাচনে জিতবেন। অবশ্য নাভালনি দাবি করছেন, অবাধ-সুষ্ঠু নির্বাচন হলে তিনিই পুতিনকে হারাতে পারবেন। খবরে বলা হচ্ছে, ৪১ বছর বয়স্ক নিভালনিকে ২০টি শহরের ৫০০ লোকের মনোনয়ন পেতে হবে। এ সমর্থন পেলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করতে পারবেন। খবরে বলা হচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আরেকজন প্রার্থী আছেন। তিনি হলেন টিভির অনুষ্ঠান উপস্থাপিকা কসেনিয়া সোবচাক। সমাজের উচ্চ মহলে তার ঘোরাফেরা রয়েছে। তবে নাভালনিসহ অনেকের ভাষ্য, ইনি আসলে ক্রেমলিনের তাবেদার। পর্যবেক্ষকরা আরও বলছেন, ভ্লাদিমির পুতিন এবার চতুর্থ মেয়াদের জন্য প্রেসিডেন্ট হবার জন্য নির্বাচনী লড়াইয়ে নামছেন। বিজয়ী হলে তিনিই হবে জোসেফ স্টালিনের পর রাশিয়ায় সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা রুশ নেতা।

সর্বশেষ খবর