রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিএনপির ভুল নিয়ে আওয়ামী লীগ কেন চিন্তিত

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভুল নিয়ে আওয়ামী লীগ কেন চিন্তিত

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সরকারি দলের নেতারা প্রতিনিয়ত বলে থাকেন, ২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে। আগামী নির্বাচনে অংশ না নিলে দলটি শেষ হয়ে যাবে। আমার প্রশ্ন-বিএনপি ভুল করলে তো আওয়ামী লীগেরই সুবিধা। তাহলে বিএনপির ভুল নিয়ে তারা কেন এত চিন্তিত? তার অর্থ ২০১৪ সালের নির্বাচনে বিএনপি ও ২০ দল অংশ না নিয়ে কোনো ভুল করেনি। আমরা নির্বাচনে না যাওয়ায় আওয়ামী লীগের মাথায় কলঙ্কের তিলক লেগেছে। যা মুছতে এখন বিএনপিকে তাদের খুবই প্রয়োজন। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘জাতীয় সংকট উত্তরণে গ্রহণযোগ্য নির্বাচন : নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি ও এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে ও এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমিন, মুহম্মদ ফরিদউদ্দিন, ড. কাজী মনিরুজ্জামান মনির, শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ অংশ নেন। মঈন খান বলেন, কোনো রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হলে জনগণ সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। তিনি বলেন, এমন একটি সরকারের অধীনে নির্বাচন হতে হবে- যারা সম্পূর্ণ নির্লোভ হয়ে নির্বাচন পরিচালনা করবেন। এমনকি নির্বাচনের ফলাফলেও তাদের কোনো স্বার্থ থাকবে না। আর এটাই হওয়া উচিত আগামী নির্বাচনের রূপরেখা। স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এ দেশের মানুষ ভোটারাধিকার চায়, গণতন্ত্র চায়। সংবিধানের দোহাই দিয়ে ধোঁকাবাজি করছে সরকার। সংবিধানের অজুহাত দিয়ে বাংলাদেশের মানুষকে মৌলিক অধিকার থেকে আর বঞ্চিত করা যাবে না। তিনি বলেন, এখন আর ৪৬ বছর আগের স্লোগানে কাজ হবে না। এখন নতুন স্লোগান হবে- ‘আজকের সংগ্রাম গণতন্ত্রের সংগ্রাম, আজকের সংগ্রাম ভোটাধিকারের সংগ্রাম’। দলীয় নেতা-কর্মীদের নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির এই নীতি-নির্ধারক।

সর্বশেষ খবর