শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

খালেদা জিয়াকে উকিল নোটিস পাঠানো হবে : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঠানো আইনি নোটিসের জবাবে পাল্টা উকিল নোটিস পাঠানো হবে। পদ্মা সেতু নিয়ে বক্তব্যের জন্য খালেদার পাশাপাশি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও এই নোটিস দেওয়া হবে। গতকাল কমলাপুরে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভুয়া ও মিথ্যা উকিল নোটিস পাঠানোর জন্য তাদেরও উকিল নোটিস দেওয়া হচ্ছে। অপেক্ষা করুন।   প্রধানমন্ত্রী জিয়া পরিবারের যে দুর্নীতির খবর তুলে ধরেছেন, তা দেশি-বিদেশি গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে। এই তথ্যগুলো গণমাধ্যম দিয়েছে। এটা প্রমাণিত। বিএনপির দুর্নীতির কেচ্ছা রূপকথার কাহিনীকেও হার মানাবে। প্রধানমন্ত্রীর সৎসাহস আছে বলে তিনি সত্যকে তুলে ধরেছেন। এতে বিএনপি নেতাদের অন্তর্জ্বালা শুরু হয়ে গেছে। এখন ফখরুল সাহেব বলছেন পদ্মা সেতুর ডিজাইনে ভুল আছে। ডিজাইনে ভুল আছে প্রমাণ করতে আসুন, তথ্য উপাত্ত নিয়ে আসুন। প্রমাণ না দেখাতে পারলে, আপনাকেও মামলার মুখোমুখি হতে হবে। ভুয়া নথি তৈরি করে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির দুই মামলা করা হয়েছে— বিএনপি নেতা মওদুদ আহমেদের এমন বক্তব্যেরও জবাব দেন কাদের। বলেন, মওদুদ আহমেদ সাহেবের কথা শুনে হাসব না, কাঁদব? তিনি তো নিজেই ভুয়া কাগজপত্র দিয়ে বাড়ি দখল করেছেন, আর বলছেন খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া অভিযোগ করা হয়েছে। আপনি নিজেই ভুয়া কাজ করেন, তিনি কী করে আসল নকল পৃথকীকরণ করবেন? তেজগাঁওয়ের নাখালপাড়ায় ‘জঙ্গি আস্তানা’য় র‍্যাবের অভিযান নিয়েও কথা বলেন কাদের। বলেন, জঙ্গি দমনে সক্ষমতার দিক থেকে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোল মডেল। মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। এ সময় মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর