শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদ অব্যাহত

প্রতিদিন ডেস্ক

নব্বই দশকের সফল রাজনৈতিক প্রতিবেদক, আধুনিক সাংবাদিকতার পথিকৃৎ ও দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ ও নিন্দা জানানো অব্যাহত রয়েছে। গতকালও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকসহ সুধী মহল থেকে হয়রানিমূলক এ অপতৎপরতার প্রতিবাদ জানানো হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

ময়মনসিংহ প্রেস ক্লাব : গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহমেদ, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন ও সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায় ও সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মূসা। গভীর উদ্বেগ প্রকাশ করে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে তীব্র নিন্দা প্রকাশ এবং বিবৃতি প্রদান করেছেন তারা। বিবৃতিতে বলেন, ‘সাত কার্যদিবস মামলার বাদী আদালতে উপস্থিত নেই। অথচ মামলা খারিজ হওয়ার বদলে কীভাবে গ্রেফতারি পরোয়ানা জারি হয়— তা আমাদের বোধগম্য নয়। অবিলম্বে এ মামলা থেকে নঈম নিজামকে মুক্তি না দিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটি একটি কালো অধ্যায় হয়ে থাকবে।’ কুমিল্লা : গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় নিন্দা জানিয়েছে কুমিল্লা রাইজিং জার্নালিস্ট ফোরাম। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের শীর্ষস্থানীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিবৃতি দানকারীদের মধ্যে রয়েছেন ফোরামের সভাপতি মাহফুজ নান্টু, সহ-সভাপতি এমদাদুল হক সোহাগ, সাধারণ সম্পাদক আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, সাংগঠনিক সম্পাদক এম বিল্লাল হোসাইন, অর্থ সম্পাদক আর কে নিরব, দফতর সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, সাংস্কৃতিক সম্পাদক অমিত মজুমদার, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান সোহেল, প্রকাশনা সম্পাদক মাসুদ আলম, নির্বাহী সদস্য মহসিন কবির, মাহাদী হাসান ও  আবু রায়হান।  পাবনা প্রেস ক্লাব : বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা এবং গ্রেফতারি পরোয়ানার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ ও সম্পাদক আখিনুর রহমান রেমন। সিলেট প্রেস ক্লাব : সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা প্রেস ক্লাবের নেতারা। এক বিবৃতিতে প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল এ নিন্দা ও প্রতিবাদ জানান। দিনাজপুর প্রেস ক্লাব : মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক আহসানুল আলম সাথী, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক শামীম রেজা, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল, রুবেল সিকদার, মুকুল চট্টোপাধ্যায় প্রমুখ। ফুলপুর (ময়মনসিংহ) : গ্রেফতারি পরোয়ানা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহের ফুলপুর উপজেলার এম শামছুল হক চত্বর সংলগ্ন ফুলপুর প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে গতকাল বেলা ১১টায় সাংবাদিকরা মানববন্ধন করেছেন। এ সময় বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, আবদুল মান্নান, মোস্তফা খান, সাখাওয়াত হোসেন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন নুরুল আমিন, খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম, আবদুুস সাত্তার, সিদ্দিকুল হাসান, তোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম বাবুল, জিয়াউর রহমান পান্না, ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আবদুল্লাহ আল সায়েম লিঠু, রাকিবুল ইসলাম মাহফুজ প্রমুখ। ভাঙ্গা (ফরিদপুর) : গ্রেফতারি পরোয়ানা জারির  প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ফরিদপুরের ভাঙ্গায় কর্মরত সাংবাদিক হাজী আ. মান্নান, রমজান শিকদার, দিলীপ দাস, নজরুল ইসলাম, রাহাত বেগ, সুবোধ মালো, জাকির হোসেন মুন্সী ও অজয় দাস। নোয়াখালী : মামলা ও গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে নোয়াখালী প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন হয়েছে। আবুল হাসেমের সভাপতিত্বে এবং আকবর হোসেন সোহাগের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মেজবাউল হক মিঠু, সামছুল হাসান মিরণ, জাহেদুল হক শামীম, বিকাশ সরকার, আবু নাছের মঞ্জু, মো. হানিফ, অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট নুরুল ইসলাম সোহাগ, রুনু হাসান, মোহাম্মদ সোহেল প্রমুখ। উপস্থিত ছিলেন বিধান ভৌমিক, এ আর আজাদ সোহেল, গাজীউল হক গাজী, আবদুল মোতালেব, রণজিত কুরী, গাজী রুবেল, ইনজামুল হক আনন্দ, মাহবুব, শাহজাহান কচি, মাহবুবুর রহমান, তছলিম শিকদারসহ রাজনীতিবিদ, আইনজীবী, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রায় দুই শতাধিক মানুষ। এ ছাড়া মামলার প্রতিবাদ জানিয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দীন শাহীন, পৌর মেয়র শহীদ উল্লাহ খান সোহেল, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, মনিরুজ্জামান চৌধুরী, আমিরুল ইসলাম হারুন, আশরাফ ছিদ্দিকী বাবু, কামরুল কানন, ফুয়াদ হোসেন, নুরুল আমিন, অ্যাডভোকেট হুমায়ুন কবির, অ্যাডভোকেট ফারুক ও অ্যাডভোকেট ওমর ফারুক প্রমুখ। রায়পুর (লক্ষ্মীপুর) : গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন রায়পুর প্রেস ক্লাবের সাংবাদিকরা। এ ব্যাপারে গতকাল বিকালে এক জরুরি সভায় বক্তব্য রাখেন মাহবুবুল আলম মিন্টু, নুরুল আমিন ভূঁইয়া দুলাল, মিজানুর রহমান মোল্যা, এম এ করিম সাজু, নজরুল ইসলাম, কামাল উদ্দিন ও মোস্তফা কামাল। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। মেহেরপুর : মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের আহ্বায়ক তোজাম্মেল আযমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রেজ আন উল বাসার তাপস, রহমান, মাহবুব চান্দু, ইয়াদুল মোমিন, মুহাম্মদ মহাসিন, মাহাবুবুল হক পোলেন, আক্তারুজ্জামান, আবু নাসের সম্রাট, মনিরুল ইসলাম, মুজাহিদ মুন্না, ডি এম মুকিদ, হাসান মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান, দিলরুবা খাতুন, সাঈদ হোসেন, এ সিদ্দিকী শাহীন প্রমুখ। ভালুকা : গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে ভালুকা প্রেস ক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি ভালুকা শাখার আয়োজনে তারা প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন এস এম শাহজাহান সেলিম, ফিরোজ খান, রফিকুল ইসলাম রফিক, আসাদুজ্জামান সুমন, মোবাশ্বারুল ইসলাম সবুজ, আলমগীর হোসেন, আবদুল ওয়াদুদ মিয়া, হাদিকুর রহমান হাদিস, জহিরুল ইসলাম জুয়েল, প্রভাষক মো. আনোয়ার হোসেন তরফদার, তাজদিকুল হক খুশবু প্রমুখ। সখীপুর (টাঙ্গাইল) : গ্রেফতারি পরোয়ানা এবং মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিশাল মানববন্ধন করেছে টাঙ্গাইলের সখীপুর প্রেস ক্লাব। সখীপুর প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা সড়কের প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধন শেষে শাকিল আনোয়ারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইকবাল গফুর, এনামুল হক, ফজলুল হক বাপপা, সাজ্জাত লতিফ, আমিনুল ইসলাম, তাইবুর রহমান, আনোয়ার কবির, মোজাম্মেল হক সজল, সাইফুল ইসলাম সানি, জুলহাস গায়েন, আল রাজীব প্রমুখ। তাড়াশ (সিরাজগঞ্জ) : গ্রেফতারি পরোয়ানা এবং মিথ্যা মামলা প্রত্যাহার দাবি জানিয়েছে তাড়াশ রিপোর্টার্স ইউনিটি। এ ব্যাপারে গতকাল ইউনিটির সভাপতি মির্জা ফারুক আহমেদের সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি এম মামুন হুসাইন, সহ-সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আবদুল বারী খন্দকার, যুগ্ম-সম্পাদক মাহমুদ আলী বাবু, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ, সাহিত্য সম্পাদক সাইদুর রহমান, সদস্য মির্জা আবদুর রব বুলবুল, রফিকুল ইসলাম প্রমুখ। বরিশাল : দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বরিশালের সাংবাদিক নেতারা। এ ব্যাপারে বিবৃতি দিয়েছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সব সদস্যের পক্ষে সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিইমজা) সভাপতি ফিরদাউস সোহাগ এবং সাধারণ সম্পাদক জুয়েল সরকারসহ অন্য সদস্যরা। মাদারীপুর : মাদারীপুরের সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা গতকাল সন্ধ্যায় দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকা কার্যালয় আয়োজিত এক প্রতিবাদ সভায় বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা জানান। সভায় বক্তব্য রাখেন দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ইয়াকুব খান শিশির, প্রকাশক শহিদুল কবীর খোকন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম পলাশ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি বেলাল রিজভী, চ্যানেল আইর জেলা প্রতিনিধি রাহাত হোসাইন, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাগর হোসেন তামিম, মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক মাসুদ পারভেজ প্রমুখ।

সর্বশেষ খবর