শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

তারা দেশে সুষ্ঠু নির্বাচন চায় না

নিজস্ব প্রতিবেদক

তারা দেশে সুষ্ঠু নির্বাচন চায় না

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনে গণতন্ত্র হত্যার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির অপমৃত্যু ঘটেছে। আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন দল। গণতন্ত্র রক্ষার নামে তারা বিএনপির গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লেলিয়ে দিয়ে প্রমাণ করেছে, তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় না।’ গতকাল কক্সবাজারে জেলা সাংস্কৃতিক কেন্দ্রে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে কর্মিসভায় সাবেক এই বিমান প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, মত্স্যবিষয়ক সম্পাদক লুত্ফর রহমান কাজল, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদসহ জেলা-থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন। কর্মিসভা একপর্যায়ে জনসভায় রূপ নেয়। মীর মোহাম্মদ নাছির বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন। বেগম জিয়ার বিরুদ্ধে কল্পনাপ্রসূত অভিযোগ আনছেন। ক্ষমতায় থেকে এসব মিথ্যা অপপ্রচার চালিয়ে বেশি দিন টিকে থাকা যাবে না। বেগম জিয়ার নেতৃত্বে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দাবি আদায় করেই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের দুই মেয়াদে ব্যাংকে হরিলুট হয়েছে। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এমনকি ব্যাংক পরিচালকরা পৌনে ২ লাখ কোটি টাকা লোপাট করে নিয়েছেন। তাদের দুর্নীতির লাগাম টেনে ধরার আজ কেউ নেই। ক্ষমতাসীন দলের লোকজন যে যেভাবে পারছেন লুটপাটে জড়াচ্ছেন। এর হিসাব একদিন না একদিন জনগণকে দিতেই হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘাড়ে বন্দুক রেখে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যাবে না। ’

 

সর্বশেষ খবর