শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ব্যাংকে নিয়োগ পরীক্ষা দিতে পারেননি ৮৪৬৭ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকারস সিলেকশন কমিটি (বিএসসি) ও একটি কেন্দ্র কর্তৃপক্ষের অব্যবস্থাপনার বলি হয়েছেন ৮ হাজার ৪৬৭ চাকরিপ্রার্থী। সরকারি ৮ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে এক হাজার ৬৬৩ সিনিয়র অফিসার নিয়োগের বহুনির্বাচনী পরীক্ষার (এমসিকিউ) তারিখ নির্ধারিত ছিল গতকাল। বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু পরীক্ষা দিতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকারস সিলেকশন কমিটি ও কেন্দ্র কর্তৃপক্ষের অব্যবস্থাপনার বলি হয়েছেন ৮ হাজার ৪৬৭ চাকরিপ্রার্থী। এই চাকরিপ্রার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেননি। এরা সবাই মিরপুর-১ এ হযরত শাহ্ আলী মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার জন্য প্রবেশপত্র সংগ্রহ করেছিলেন। এই প্রার্থীদের জন্য পুনরায় পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বিএসসি। আগামী ২০ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন বিকাল সাড়ে ৩টায় মিরপুর বাংলা কলেজ ও হযরত শাহ্ আলী মহিলা কলেজে এ পরীক্ষা নেওয়া হবে। বিএসসির সদস্য সচিব মো. মোশাররফ হোসেন খান গতকাল বিকালে জানান, ২০ জানুয়ারি এ কেন্দ্রের পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হবে। যারা ইতিমধ্যে প্রবেশপত্র সংগ্রহ করেছে তারাই শুধু পরীক্ষায় অংশ নিতে পারবেন। ভুক্তভোগীরা জানান, পরীক্ষার জন্য শাহ্ আলী মহিলা কলেজ কেন্দ্রটিতে বেঞ্চগুলোতে কোনো আসন নির্দিষ্ট করা ছিল না। শুধু কক্ষের সামনে নির্দিষ্ট রোলের প্রার্থীদের বসার কথা বলা হয়। সিংহভাগ প্রার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকবে এমন ধারণা নিয়ে কলেজ কর্তৃপক্ষ আসনের ব্যবস্থা করে। কিন্তু পরীক্ষার জন্য আবেদন করা প্রার্থীদের অধিকাংশ (৮০ শতাংশের বেশি) পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হলে বাধে বিপত্তি। দেখা দেয় আসন সংকট। চাকরিপ্রার্থীরা আসন না পেয়ে বাইরে এসে বিক্ষোভ করতে থাকে। বন্ধ হয়ে যায় এ কেন্দ্রে পরীক্ষা নেওয়ার আয়োজন। কয়েকটি পরীক্ষা কক্ষের ওএমআর শিটও ছিড়ে ফেলে চাকরিপ্রার্থী তরুণ-তরুণীরা। কেন্দ্রটিতে পরীক্ষা দিতে আসা একাধিক তরুণ-তরুণী এ প্রতিবেদককে এসব তথ্য জানায়।

উদ্ভূত পরিস্থিতিতে হযরত শাহ্ আলী মহিলা কলেজের অধ্যক্ষ ময়েজ উদ্দিন কেন্দ্রটির পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে ঘোষণা দেন। এরপর বিকালেই কলেজটিতে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে পুনরায় পরীক্ষার তারিখ ঘোষণা করেন বিএসসির সদস্য সচিব মো. মোশাররফ হোসেন খান।

সর্বশেষ খবর