মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
লালমনিরহাটে মামলা

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক প্রকাশকের হাই কোর্টে জামিন

নিজস্ব প্রতিবেদক

মানহানি মামলায় হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী। গতকাল বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত জামিন দেয়। শুনানির সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান ও বিপাশা চক্রবর্তী। শুনানির সময় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের মার্কেটিং উপদেষ্টা কামরুল হক শামীমসহ বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। আদেশের পর আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী সাংবাদিকদের বলেন, এটি একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা। এ মামলায় আদালত সন্তুষ্ট হয়ে অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এবং প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকে জামিন দিয়েছে। এর আগে ২ জানুয়ারি লালমনিরহাটের ৪ নম্বর আমলি আদালতের বিচারক মো. আফাজ উদ্দিন এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার বাদী পরপর সাত কার্যদিবস আদালতে উপস্থিত না থাকার পরও বিচারক এ পরোয়ানা জারি করেন। নিয়ম অনুযায়ী আদালতে দাখিল করা যে কোনো মামলায় পরপর তিন কার্যদিবস বাদী আদালতে অনুপস্থিত থাকলেই মামলা খারিজ হয়ে যায়। এই গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকেই দেশ ও দেশের বাইরে থেকে নিন্দার ঝড় ওঠে। অন্যায়ভাবে এ পরোয়ানা জারির তীব্র প্রতিবাদ জানানো হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।

২০১৪ সালের ৯ এপ্রিল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠায় ‘সাবেকদের আমলনামা : রেশন ডিলার সাবেক প্রতিমন্ত্রী মোতাহারের শত কোটি টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের জেরে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ২০১৪ সালে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী ও বাংলাদেশ প্রতিদিনের লালমনিরহাট প্রতিনিধি রেজাউল করিম মানিকের বিরুদ্ধে মানহানির মামলা করেন। রেজাউল করিম মানিক আগে থেকেই জামিনে আছেন।

সর্বশেষ খবর