বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ নিয়ে ব্যাপক সংঘর্ষ, আহত ৫০

পুলিশের রাবার বুলেট লাঠিচার্জ কাঁদানে গ্যাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ নিয়ে ব্যাপক সংঘর্ষ, আহত ৫০

নারায়ণগঞ্জে গতকাল হকার-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয় —বাংলাদেশ প্রতিদিন

নারায়ণগঞ্জে ফুটপাথ থেকে উচ্ছেদ হওয়া হকারদের সঙ্গে সিটি করপোরেশনের লোকদের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ৫০ ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। কাঁদুনে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জও করেছে। হকারদের অভিযোগ, মেয়র সেলিনা হায়াৎ আইভীর উপস্থিতিতে তাদের ওপর পুলিশ রাবার বুলেট ছুড়তে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর ফলে বিকাল ৪টায় বঙ্গবন্ধু সড়কের ২ নম্বর রেলগেট এলাকা থেকে চাষাঢ়া এলাকা পর্যন্ত দেড় ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। পরিস্থিতি গুরুতর হয়ে উঠছে খবর পেয়ে নিকটবর্তী রাইফেল ক্লাব থেকে ঘটনাস্থলে ছুটে আসেন এমপি শামীম ওসমান। কিন্তু মেয়র আইভী অভিযোগ করেন, এমপির নির্দেশে তাকে হত্যার মতলবে এমপির লোকরা এই হামলা চালিয়েছে। মেয়র পক্ষপাতিত্বের অভিযোগে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, প্রশাসনের পূর্ণ সহযোগিতায় এই ঘটনা ঘটেছে। অন্যদিকে, এমপি শামীম বলেন, প্রশাসন যদি তার পক্ষেই থাকত তাহলে হকারদের ওপর গুলি ছোড়া হতো না। তিনি ঘটনাস্থলে যে ছুটে গিয়েছিলেন তার কারণ, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে ফোন করে পরিস্থিতি সামাল দিতে বলেছিলেন। শামীম ওসমান বলেন, আমি ওখানে না গেলে গোলযোগটা আরও বেশি হয়ে যেতে পারত। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার এমপি শামীমের আশ্বাস (পুনর্বাসন যতদিন না হয়, বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত হকাররা ফুটপাথে ব্যবসা করবেন) অনুযায়ী হকাররা ফুটপাথে আসতে থাকেন। বিকাল ৪টায় নগর ভবন থেকে বেরিয়ে মেয়র আইভী কড়া পুলিশ পাহারায় ফুটপাথ ধরে হাঁটা শুরু করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সিটি কাউন্সিলর ও মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার, ঠিকাদার ও জেলা আওয়ামী লীগের নেতা আবু সুফিয়ান, শহীদুল্লাহসহ নাসিকের কর্মকর্তা-কর্মচারীসহ কয়েকশ সমর্থক। এই সমর্থকরা ডিআইটি থেকে গ্রিনলেজ মোড় পর্যন্ত ফুটপাথে বসার প্রস্তুতিরত হকারদের লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তাড়িয়ে দেয়। ফলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। একপর্যায়ে যুবদল নেতা কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার ও বিএনপি নেত্রী প্যানেল মেয়র বিভা হাসানের নেতা-কর্মীসহ আইভী সমর্থকরা হকারদের ওপর চড়াও হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান জানান, সমগ্র পরিস্থিতির ওপর বিস্তারিত প্রেসব্রিফিং করা হবে।

 

সর্বশেষ খবর