শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নির্ধারিত সময়ে ডাকসু চাই

সাইফুর রহমান সোহাগ
সভাপতি, ছাত্রলীগ

নির্ধারিত সময়ে ডাকসু চাই

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেছেন, ‘ডাকসু নির্বাচনে আদালতের রায় আমাদের মধ্যে আশার সঞ্চার করেছে। আমরা চাই আদালতের নির্দেশ অনুযায়ী সঠিক সময়ে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হোক। ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি আদায়ে ছাত্রনেতৃত্বের ভূমিকা আরও জোরালো হবে।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা সবসময়ই ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গেও এ নিয়ে আলোচনা করেছি। ছাত্রলীগ ডাকসু নির্বাচনে সবসময় সহযোগিতার হাত বাড়াতে চায়। ক্যাম্পাসে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্রলীগ অতন্দ্র প্রহরী হয়ে কাজ করে। ডাকসু নির্বাচন হলে শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলন আরও জোরালো হবে।’ সাইফুর রহমান সোহাগ বলেন, ‘ডাকসু নির্বাচন দেওয়ার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আদালতের আদেশে ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন দেওয়ার কথা বলা হয়েছে। আগে যে কোনো কারণে নির্বাচন অনুষ্ঠিত না হলেও এবার আমরা আশাবাদী। দীর্ঘদিন ধরেই ডাকসু নির্বাচনের জন্য আন্দোলন চলছে। নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নির্বাচিত ছাত্রনেতৃত্বের হাত ধরে এগিয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই এবার আর কোনো কালক্ষেপণ নয়, আমাদের দাবি নির্ধারিত সময়ে নির্বাচন।’

সর্বশেষ খবর