শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আগে সহাবস্থান জরুরি

রাজীব আহসান
সভাপতি, ছাত্রদল

আগে সহাবস্থান জরুরি

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান বলেছেন, ‘ডাকসু নির্বাচনকে আমরা সবসময়ই স্বাগত জানাই। কিন্তু নির্বাচনের আগে সব সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে। একদলীয় নির্বাচন করলে তা মেনে নেওয়া হবে না।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাত্কারে এ মন্তব্য করেন ছাত্রদল সভাপতি।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। তারা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর অভিভাবক। শুধু সরকারদলীয় ছাত্র সংগঠনের অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হলে হবে না। এটা আমাদের কাম্য নয়। আমরা অনেক দিন ধরেই এ বিষয়ে আন্দোলন করে আসছি। ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের প্রাণের দাবি। শিক্ষার্থীরা বেছে নেবে তাদের নেতৃত্বকে। আর অধিকার পূরণে সরব থাকবে তাদের নির্বাচিত নেতারা। আদালতের আদেশ যেন সুষ্ঠুভাবে পালন করা হয় এবং এ ক্ষেত্রে কোনো গড়িমসি যেন না হয় সেটিই দেখার বিষয়।’ ছাত্রদল সভাপতি বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্লাটফরম ডাকসু। এখানে কোনো সংগঠনকে প্রাধান্য দেওয়ার সুযোগ নেই। সবাইকে সমান সুযোগ দিতে হবে। আমরা নির্বাচনের জন্য সবসময়ই প্রস্তুত ছিলাম। কারও তাঁবেদারি নয়, সহাবস্থানমূলক নির্বাচন হবে এটিই আমাদের প্রত্যাশা।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর