শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আর কোনো গড়িমসি নয়

লিটন নন্দী
সাধারণ সম্পাদক, ছাত্র ইউনিয়ন

আর কোনো গড়িমসি নয়

‘ডাকসু নির্বাচন নিয়ে আদালত থেকে একটা নির্ধারিত সময় বেঁধে দেওয়া একদিকে ইতিবাচক আবার এর নেতিবাচক দিকও আছে। আমাদের অধিকার আদায়ে সবসময়ই আদালতের দ্বারস্থ হতে হয়। তবু আশার কথা, ডাকসু নির্বাচনের নির্ধারিত একটা সময় পাওয়া গেল। কিন্তু আদালতের বেঁধে দেওয়া সময় নিয়ে কোনো গড়িমসি মেনে নেওয়া হবে না।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লিটন নন্দী। তিনি বলেন, ডাকসু শিক্ষার্থীদের অধিকার। অথচ বার বার গড়িমসি করে পেছানো হয়েছে নির্বাচন। নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হবে বা ক্যাম্পাস উত্তপ্ত হবে এসব কথা রটানো হয় নির্বাচন বিলম্বিত করতে। বরং ডাকসু নির্বাচন না হলেই ক্যাম্পাস অস্থিতিশীল হবে। ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, ‘এর আগে দফায় দফায় শিক্ষার্থীদের এ অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের নেতা নিজেরা নির্বাচন করবে। ছাত্রদের অধিকার আদায়ে ভরসার জায়গা ডাকসু। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আদালতের আদেশ মেনে নিয়ে নির্ধারিত সময়ে নির্বাচন দেবে। এর অন্যথা হলে বা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর