শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দুই মামলায় আদালতে খালেদা

নিজস্ব প্রতিবেদক

দুই মামলায় আদালতে খালেদা

খালেদা জিয়া গতকাল আদালতে হাজিরা দেন —বাংলাদেশ প্রতিদিন

মা তৈয়বা মজুমদারের মৃত্যুবর্ষিকীর দিনে বিশেষ আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই মামলায় হাজিরা দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্যদিকে- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তিতর্কের জন্য আগামী ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি যুক্তিতর্কের শুনানির নতুন দিন ধার্য করেছে আদালত। ওই দিন মামলার বাকি আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন তাদের আইনজীবীরা। জিয়া আরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ৫ নং বিশেষ আদালতের জজ ড. আখতারুজ্জামানের আদালতে গতকাল দুপুর ১২টায় হাজির হন বেগম খালেদা জিয়া। এর আগে গতকাল একদিনের জন্য এ মামলার শুনানি মুলতবি রাখতে খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন জানিয়েছিলেন। তার আইনজীবী আদালতকে জানিয়েছিলেন, বৃহস্পতিবার সাবেক এই প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুবার্ষিকী। এ জন্য মামলাটি যেন একদিনের জন্য মুলতবি রাখা হয়। সে আবেদনের প্রেক্ষিতে আদালত শুধু বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবারের হাজিরা থেকে রেহাই দেয়। তবে মামলার কাজ চলবে বলে জানায়। এরপর বেগম খালেদা জিয়া তার আইনজীবীর মাধ্যমে আদালতকে জানিয়েছিলেন তিনি বৃহস্পতিবারও আদালতে যাবেন। গতকাল সকালে বিশেষ আদালতে শুরু হয় আসামিপক্ষের যুক্তিতর্ক। মামলার আসামি কাজী সলিমুল হক ও শরাফ উদ্দিনের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন তাদের আইনজীবী অ্যাডভোকেট আহসান উল্লাহ। বুধবার থেকে মূলত এ দুই আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। আইনজীবী আহসানউল্লাহ গতকালের যুক্তিতর্কেও একই প্রশ্ন রাখেন আদালতের কাছে। তিনি বলেন, এই মামলার মূল বিষয়বস্তু হচ্ছে প্রধানমন্ত্রীর এতিম তহবিলের টাকা আত্মসাৎ। কিন্তু কোনো টাকা তো খরচই হয়নি। সব টাকা ব্যাংকে আছে। সুদে-আসলে তা বেড়ে প্রায় তিন গুণ হয়েছে। তাহলে অর্থ আত্মসাৎ হলো কীভাবে? হোয়াট ইজ আত্মসাৎ? আর আত্মসাৎ যদি না হয়, তাহলে মামলা হয় কিসের? জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়াও বাকি আসামিরা হলেন— মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার অপর আসামিরা হলেন, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তখনকার সহকারী একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন  খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

সর্বশেষ খবর