শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সামনে আজ হাতুরার শ্রীলঙ্কা

টিকিটে বাংলাদেশ বানান ভুল

মেজবাহ্-উল-হক

সামনে আজ হাতুরার শ্রীলঙ্কা

‘বাংলাদেশ-শ্রীলঙ্কা’ ম্যাচের টিকিটে ‘বাংলাদেশ’ বানানটি ভুল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘটনাটি ভাইরাল হয়ে যায় দ্রুতই। এ ঘটনার জন্য পরে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিসিবি। তবে এ ঘটনায় আজকের  ‘মর্যাদার লড়াই’ খানিকটা আড়াল হয়ে গেছে! ২০১৯ সাল পর্যন্ত চুক্তি  থাকার পরও হাতুরাসিংহে মাশরাফিদের কোচের দায়িত্ব ছেড়ে দিয়ে শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েছেন। আবার প্রথম অ্যাসাইনমেন্টেই বাংলাদেশে এসেছেন। আজ কিনা সেই হাতুরার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামছে বাংলাদেশ! তাই এই ম্যাচটি পাচ্ছে বাড়তি গুরুত্ব! কিন্তু কে জিতবে আজ? মাশরাফির বাংলাদেশ নাকি হাতুরাসিংহের শ্রীলঙ্কা! প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে ফুরফুরে মেজাজে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অন্যদিকে সেই জিম্বাবুয়ের কাছে হেরে গিয়ে বাড়তি চাপে লঙ্কানরা। আজ হারলে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলার স্বপ্নই অনেকটা ফ্যাকাসে হয়ে যাবে হাতুরার দলের। তাই জয়ের জন্য মরিয়া লঙ্কানরা। মাশরাফিও ছেড়ে কথা বলার পাত্র নন। টাইগার ক্যাপ্টেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘প্রথম ম্যাচের মতো আমরা খেলতে চাই। আর যদি নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, আশা করি ভালো কিছুই হবে।’ সতীর্থরা যাতে এমন ম্যাচে বাড়তি চাপ অনুভব না করে এ জন্য হাতুরার বিষয়টিকে গুরুত্ব দিতে চান না ম্যাশ, ‘আমরা অন্য কিছু নিয়ে ভাবছি না। ম্যাচটা খেলতে হবে জিততে হবে। এর বাইরে চিন্তা করার কিছু নেই।’ বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত শ্রীলঙ্কাও। ব্যাটিং কোচ থিলান সামারাবিরা বলেন, ‘চন্ডিকা কোচ হওয়ায় যে আমরা বাড়তি সুবিধা পাব এমন নয়। কারণ এখানকার কিছুই অজানা নেই কারও। এখানকার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছে আমাদের ক্রিকেটাররা। তারা এখানকার ড্রেসিং রুম শেয়ার করেছে। সবকিছুই তারা জানে। প্রথম ম্যাচে আমরা খুব কম ব্যবধানে হেরেছি। সেদিন আমাদের সেরাটা খেলতে পারিনি। সেরাটা দিতে পারলে আশা করি ভালো কিছু হবে।’ শ্রীলঙ্কার জন্য দুঃসংবাদ হচ্ছে, আজকের ম্যাচে খেলতে পারছেন না অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। অন্যদিকে দুর্দান্ত ফর্মে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজ। আগের ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে পুরনো ছন্দে বোলিং করেছেন। এ নিয়ে খানিকটা ভাবনায় লঙ্কানরা। সামারাবিরা বলেন, ‘হ্যামট্রিংয়ের জন্য খেলতে পারবেন না ম্যাথুস। আর আমরা মুস্তাফিজের জন্য আলাদা পরিকল্পনা করে রেখেছি। তবে শুধু মুস্তাফিজ কেন, বাংলাদেশ দলে বেশ কয়েকজন ভালো মানের স্পিনারও রয়েছে।’ প্রধান কোচ না থাকায় যেন সমস্যার চেয়ে সুবিধাই বেশি হয়েছে! স্বাধীনভাবে খেলার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। আগের ম্যাচে দাপুটে পারফর্ম করে জিম্বাবুয়েকে নাস্তানাবুদ বানিয়েছেন মাশরাফিরা। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিতে চায় বাংলাদেশ।

টিকেটে বানান ভুল : ম্যাচ টিকিটের দুই অংশে বাংলাদেশ বানান লেখা দুভাবে। উপরিভাগে সঠিক বানান। কিন্তু নিচের খণ্ডে ছাপা হয়েছে ‘BNANGLADESH’। এই ভুল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা হচ্ছে ব্যাপক। গতকাল টিকিটে বাংলাদেশ নামের বানান ভুলের ব্যাখ্যায় বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকিটে বাংলাদেশ বানান ভুল হওয়ার ব্যাপারটি বিসিবির নজরে এসেছে। ভুলের জন্য দুঃখিত বিসিবি। যেসব টিকিট এখনো বিক্রি হয়নি, সেসব প্রত্যাহার করে বানান ঠিক করা হয়েছে।’

সর্বশেষ খবর