শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আতিথেয়তায় মুগ্ধ প্রণব

কীভাবে পাঁচটি দিন কেটে গেল নিজেও জানি না

কূটনৈতিক প্রতিবেদক

আতিথেয়তায় মুগ্ধ প্রণব

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পাঁচ দিনের সফর শেষে গতকাল সকালে ঢাকা ত্যাগ করেছেন। জেট এয়ারের বিমানে ওঠার আগে প্রকাশ করেন তাঁর অনুভূতি। বলেন, ‘বাংলাদেশের মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। কীভাবে পাঁচটি দিন কেটে গেল তা আমি নিজেও জানি না। এজন্য আমি বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই।’ সঙ্গে থাকা তাঁর মেয়ে নয়াদিল্লি মহিলা কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি শর্মিষ্ঠা মুখার্জিও বিদায়বেলায় একই ধরনের মুগ্ধতা প্রকাশ করেছেন। ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে আমন্ত্রিত হয়ে পাঁচ দিনের ব্যক্তিগত সফরে ১৪ জানুয়ারি রবিবার ঢাকায় আসেন প্রণব মুখার্জি। তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। প্রণব মুখার্জি রাজধানীতে সাহিত্য সম্মেলনের সমাপনীতে প্রধান অতিথির ভাষণ দেন। পরে বন্দরনগরী চট্টগ্রামও ঘুরে আসেন। মঙ্গলবার মাস্টারদা সূর্যসেনের জন্মভিটা পরিদর্শন করেন এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি-লিট ডিগ্রি গ্রহণ করেন এবং বক্তব্য দেন। সেখানে বক্তব্যে প্রণব মুখার্জি বলেন, ‘ভারত ও বাংলাদেশে স্বাধীনতার পরপরই জাতির পিতাদের নির্মমভাবে হত্যা করা হলো। ব্রহ্মদেশে (মিয়ানমার) অং সান সু চির পিতা জেনারেল অং সান ব্রাশফায়ারে নিহত হলেন। ১৯৬০ সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী নিহত হলেন। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন তারা নিহত হলেন জেলখানার ভিতরে। পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দেওয়া হলো। এই যে বিপুলসংখ্যক রাজনৈতিক হত্যা এর কারণ এ অঞ্চলের মানুষকে তা জানতে হবে।’ এসব হত্যাকাণ্ডের কারণ জানতে গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইতিহাসবিদ ও গবেষকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রণব মুখার্জি। গবেষণার মধ্য দিয়ে এ সত্য জানার আশা প্রকাশ করে প্রণব বলেন, ‘রাস্তা যদি চিনি তাহলে চলা শক্ত হবে না।’ ২০১২ সালে ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর প্রণবের প্রথম বিদেশ সফর ছিল বাংলাদেশে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাকে সম্মাননাও দেওয়া হয়েছিল। ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে স্ত্রীকে নিয়ে নড়াইলে শ্বশুরালয় ঘুরে যান প্রণব মুখার্জি। তার আগে ’৯৬ সালে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে পিত্রালয়ে এসেছিলেন তার স্ত্রী শুভ্রা মুখার্জি। ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে বাঙালি প্রণব মুখার্জির মেয়াদ শেষ হয় গত বছরের জুলাইয়ে। অবসর নেওয়ার পরও প্রথম বিদেশ সফরে এলেন বাংলাদেশেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর