শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সুষ্ঠু নির্বাচনে ৮০ ভাগ ভোট বিএনপির

---- মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে হলে ‘শতকরা ৮০ ভাগ মানুষই বিএনপিকে  ভোট  দেবে’ বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দর্শন দিয়ে গেছেন, তিনি  যে দল গঠন করেছেন, আজও সেই দল এদেশের মানুষের বুকের মধ্যে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো জীবন সায়াহ্নে এসে জিয়াউর রহমানের সেই পতাকাই তুলে নিয়েছেন। সরকারকে বলব, আজকে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন। শতকরা ৮০ ভাগ মানুষ এই বিএনপিকে  ভোট  দেবে।’ দিবসটি পালনে সপ্তাহব্যাপী কর্মসূচি এই আলোচনা সভার মধ্য দিয়ে শুরু করা হয়েছে। এ সময় মির্জা ফখরুল নেতা-কর্মীদের ‘হতাশ’ না হয়ে ‘সংগঠিত’ হওয়ার আহ্বানের পাশাপাশি সরকারের পরিণতি সম্পর্কেও হুঁশিয়ারি দেন।  মির্জা ফখরুলের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, শামসুজ্জামান দুদু, অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে ড. মোশাররফ হোসেন বলেন, ‘যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে সেখানেই জিয়াউর রহমান সফল হয়েছেন বলেই তারা শহীদ জিয়াউর রহমান, তার পরিবার এবং বিএনপিকে ভয় পায়।  সেজন্য তারা আমাদের সভা-সমাবেশ করতে দেয় না।’ বিএনপিকে সভা-সমাবেশ করার অনুমতি না দেওয়ার  ক্ষোভ প্রকাশ করে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আজকে এই ছোট পরিসরে আমাদের এখানে সভা করতে হচ্ছে। আমাদের একঘরে করে ফেলেছে। কোথাও তারা (সরকার) আমাদের সভা-সমাবেশ করার অনুমতি দেয় না। আমরা এই অনুমতি নির্ভর রাজনীতি বর্জন করি, এটা আমরা প্রতিহত করব। আমরা এই অনুমতির জন্য আর বসে থাকব না।’

সর্বশেষ খবর