শিরোনাম
শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সরকারকে যন্ত্রণা দেয় প্রশ্নফাঁস

নিজস্ব প্রতিবেদক

সরকারকে যন্ত্রণা দেয় প্রশ্নফাঁস

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের প্রচার উপকমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, প্রশ্নফাঁস বর্তমানে একটা বড় সমস্যা। কোনো দেশ এগিয়ে যাওয়ার সময় এ ধরনের ঘটনা কাম্য নয়। এটা সরকারকে যন্ত্রণা দেয়। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সেমিনারকক্ষে আওয়ামী লীগের প্রচার উপকমিটির এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এইচ টি ইমাম বলেন, প্রশ্নপত্র ফাঁসের জন্য কোচিং সেন্টার একটা সমস্যা। পাবলিক সার্ভিসের পরীক্ষায় প্রশ্নফাঁস হয় না, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে প্রশ্নফাঁস হয়! সবাইকে পাবলিক সার্ভিস কমিশনের মতো পরীক্ষা নেওয়া উচিত। এ সময় গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সাম্প্রতিক এক প্রতিবেদনেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, সিপিডি এখন পলিটিক্যাল ইকোনমি করছে, তারা অন্য একটি রাজনৈতিক দলের তাঁবেদারি নিয়ে ব্যস্ত। আসলে যারে দেখতে নারি তার চলন বাঁকা। ওদের গুরুত্ব দিলে চলবে না। আমাদের নিজেদের মতো করে এগিয়ে যেতে হবে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবুল বারকাত, ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি, অর্থনীতিবিদ ডা. জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. শামসুল আলম। পরিচালনা করেন উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। এইচ টি ইমাম সেমিনারে সভাপতিত্ব করেন।

সর্বশেষ খবর