শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
এইচআরডব্লিউ প্রতিবেদন

মানবাধিকার লঙ্ঘন অব্যাহত

প্রতিদিন ডেস্ক

বিচারবহির্ভূত হত্যা, গুম, গোপনে আটক রাখার গুরুতর অভিযোগ সত্ত্বেও বাংলাদেশ তা মোকাবিলায় ব্যর্থ হয়েছে বলে মনে করে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির অভিযোগ, বাংলাদেশ কর্তৃপক্ষ দোষীদের জবাবদিহির আওতায় না এনে উল্টো অভিযোগই অস্বীকার করেছে।

এইচআরডব্লিউর ২০১৮ সালের বৈশ্বিক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে বাংলাদেশ সরকার মিয়ানমার সীমান্ত থেকে আশ্রয়প্রত্যাশী রোহিঙ্গাদের ফিরিয়ে দেয়নি। তবে বাংলাদেশি জনগণের ন্যায়বিচার পাওয়ার স্বপ্ন এখনো অধরাই রয়েছে।  এ বছর ৬৪৩ পৃষ্ঠার প্রতিবেদনে এইচআরডব্লিউ বিশ্বের ৯০টিরও বেশি দেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে পর্যবেক্ষণ দিয়েছে। প্রতিবেদনের প্রারম্ভিক প্রবন্ধে সংস্থার নির্বাহী পরিচালক কেনেথ রথ লিখেছেন, রাজনৈতিক নেতারা মানবাধিকার সমুন্নত রাখার পক্ষে দাঁড়ালে কর্তৃত্ববাদী এজেন্ডাগুলোর লাগাম টানা সম্ভব। বাংলাদেশের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, আইন প্রয়োগকারীসংস্থাগুলো রাজনৈতিক বিরোধী ও সন্দেহভাজন জঙ্গিদের লক্ষ্য করে তৎপরতা অব্যাহত রাখায় অসংখ্য বাংলাদেশি গুমের শিকার হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীগুলো মানবাধিকারের গুরুতর লঙ্ঘন অব্যাহত রেখেছে তারা জবাবদিহির বাইরে আছে। প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে, গত আগস্ট মাসের শেষ দিক থেকে এ পর্যন্ত মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যের ৬ লাখ ৫৫ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। ধর্ষণ, অগ্নিসংযোগ, হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের শিকার হয়ে তারা দেশ ছেড়েছে। আরও আগে পালিয়ে আসা রোহিঙ্গাসহ বর্তমানে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। বাংলাদেশ রোহিঙ্গাদের ‘শরণার্থী’ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও আশ্রয় দেওয়ার সুযোগ দিয়েছে।

সর্বশেষ খবর