রবিবার, ২১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

যশোরে নিজেদের গোলাগুলিতে চার ডাকাত নিহত!

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে নিজেদের গোলাগুলিতে চার ডাকাত নিহত!

যশোরে গতকাল পৃথক দুটি স্থান থেকে চার ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উভয় স্থান থেকেই আগ্নেয়াস্ত্র, গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিকাল পর্যন্ত নিহত চারজনের পরিচয় পাওয়া যায়নি। আধিপত্য বিস্তার ও ডাকাতির মালামাল ভাগাভাগিকে কেন্দ্র করে ডাকাতদের মধ্যে সংঘর্ষে এ নিহতের ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশের। যশোর জেনারেল হাসপাতাল সূত্র জানায়, নিহত চারজনের বয়স ২৭ থেকে ৩৫ বছরের মধ্যে। ভোর ৫টার দিকে পুলিশ লাশগুলো হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে ঝিকরগাছার চাপাতলায় নিহত দুজনের মাথায় এবং যশোর সদর উপজেলার নোঙ্গরপুরে নিহত দুজনের বুকে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। হাসপাতালের ডাক্তার আবদুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ওই চারজনের মৃত্যু হয়। যশোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, গতকাল রাতে যশোর সদর উপজেলার নোঙ্গরপুর ও ঝিকরগাছা উপজেলার চাপাতলায় ডাকাতদের দুটি দল নিজেদের মধ্যে গোলাগুলি শুরু করে। ট্রিপল নাইন থেকে এ ব্যাপারে ফোন আসার পর সংশ্লিষ্ট থানা দুটির অফিসার ইনচার্জরা (ওসি) ঘটনাস্থল দুটিতে পুলিশের মোবাইল টিম প্রেরণ করেন। মোবাইল টিমের সদস্যরা উভয় স্থান থেকে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার চারজনকেই মৃত ঘোষণা করেন।

 তিনি আরও বলেন, চাপাতলার ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, ধারালো অস্ত্র এবং নোঙ্গরপুরের ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, দড়িসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আধিপত্য বিস্তার ও ডাকাতির পণ্য ভাগাভাগি নিয়ে ডাকাতদের মধ্যে সংঘর্ষের কারণে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর