রবিবার, ২১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ঢাবির কোনো সুবিধাই পাবে না সাত কলেজ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোনো পরিচয়পত্র দেওয়া হবে না। তাদের সব কার্যক্রম নিজ নিজ ক্যাম্পাসে পরিচালিত হবে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা আগের মতো নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরিচয়পত্র গ্রহণ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের  আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, পাঠাগার প্রভৃতির কোনোটিই ব্যবহার করার সুযোগ তাদের নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শুধু এ বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের জন্যই উন্মুক্ত। এ ছাড়া অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পরীক্ষা, ভর্তিসহ ব্যাংকিং কার্যক্রম নিজ নিজ কলেজ বা সুবিধাজনক স্থানে অনুষ্ঠিত হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয়। সরকারি ৭ কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি বাতিল চেয়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিভ্রান্তি নিরসনে এ বক্তব্য দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা এও স্বীকার করে যে, পূর্ব প্রস্তুতি ছাড়া অপরিকল্পিতভাবে হঠাৎ করে ঢাকার ৭টি সরকারি কলেজকে অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে গ্রহণের ফলে অসুবিধার সৃষ্টি হয়েছে। গত বছরের ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ। গত সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনে নামে। এক পর্যায়ে তারা উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

সর্বশেষ খবর