রবিবার, ২১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ভূমিকম্পে কেঁপে উঠল কুড়িগ্রামসহ পাঁচ জেলা

প্রতিদিন ডেস্ক

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের আসাম, বাংলাদেশের কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারী। গতকাল সকাল সোয়া ৭টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল আসামের গৌরীপুরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। গৌরীপুর কুড়িগ্রাম সীমান্তের ৩০ কিলোমিটারের মধ্যে, কুড়িগ্রাম জেলা সদর  থেকে স্থানটির দূরত্ব ৭৭ কিলোমিটার। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬। ৫ সেকেন্ড স্থায়ী কম্পন অনুভূত হয় আসামসহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 বাংলাদেশের রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারি জেলায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে।  লালমনিরহাট প্রতিনিধি জানান, সকাল সোয়া ৭টার দিকে ভূকম্পন অনুভূত হয়। এ সময় লোকজন আতঙ্কে ঘর থেকে বের হয়ে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ছিলেন। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ৬ সেকেন্ড। লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক আবদুুল মতিন বলেন, ‘ভূকম্পন অনুভূত হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে ঘরের বাইরে বের হয়ে যাই। হঠাৎ ভূমিকম্প হওয়ায় এক ধরনের আতঙ্ক তৈরি হয়।’ লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে। জেলার কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সর্বশেষ খবর