শিরোনাম
রবিবার, ২১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

হাওরের ফসল রক্ষায় সব ব্যবস্থা

সুনামগঞ্জ প্রতিনিধি

হাওরের ফসল রক্ষায় সব ব্যবস্থা

পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বিগত বছরের হাওরের ফসল বিপর্যয়ের আর যাতে পুনরাবৃত্তি না হয় সে লক্ষ্যে সব রকম ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তিন মাসের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়কে সুনামগঞ্জে নিয়ে আসা হবে। পাশাপাশি বাঁধের কাজ মনিটরিং করতে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স করার জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করব। যাতে নির্মাণ কাজে কেউ গাফিলতি করার সুযোগ না পায়। আমরা শতভাগ কাজ চাই। কৃষকের ফসল সুরক্ষায় যত টাকা লাগে দেওয়া হবে। বাঁধ নির্মাণে টাকার কোনো অভাব হবে না। গতকাল সুনামগঞ্জে হাওরসহ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য চলমান প্রকল্পের সর্বশেষ অবস্থা দেখতে দুই দিনের সফরে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। জেলা সদর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরের সর্বশেষ অবস্থা জানতে সরেজমিন ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের সচিব, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা তার সঙ্গে ছিলেন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টায় হাওর নিয়ে কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে হাওরের ফসল রক্ষাবাঁধের অগ্রগতি মন্ত্রীকে অবহিত করা হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. এমরান হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, মো. ইয়াহিয়া চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান, শামছুন্নাহর বেগম শাহানা এমপি, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাফর আহমদ খান প্রমুখ।

সর্বশেষ খবর