মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নিরাপত্তার নামে খালেদা নিজেই গৃহবন্দী থাকেন

নিজস্ব প্রতিবেদক

নিরাপত্তার নামে খালেদা নিজেই গৃহবন্দী থাকেন

জাফরউল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দুপুর বেলায়ও বিএনপি মনে করছে রাত শেষ হয়নি। সে কারণেই তারা জনগণের কাছে যেতে পারছে না। নিরাপত্তার নামে বেগম খালেদা জিয়া নিজেই গৃহবন্দী হয়ে থাকছেন। এভাবে চলতে থাকলে হবে না। তাকে মনে রাখতে হবে, তার নিরাপত্তা সরকার দেবে না, আল্লাহ আর দেশের জনগণই দেবে। খবর বাংলা ট্রিবিউন।

গতকাল বাংলাদেশ শিশুকল্যাণ মিলনায়তনে মওলানা ভাসানীর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সংগঠনের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মণি, গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ। ডা. জাফরুল্লাহ বলেন, কাউকে অবহেলা করা উচিত নয়। ছোট দলগুলোর নেতাদের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। মওলানা ভাসানীর মতো যুক্তফ্রন্ট গঠন করতে হবে। তাহলেই বিজয় সম্ভব হবে। অন্যথায় বিজয়ের সম্ভাবনা কম। তিনি বলেন, ‘মওলানা ভাসানী জাতি ও দেশের প্রয়োজনেই জিয়াউর রহমানকে সমর্থন করেছিলেন। দুঃখজনক হলেও সত্য সেই বিএনপিও মওলানা ভাসানীকে যথাযথ সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। ২২ জানুয়ারি তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস বিএনপিরও পালন করা উচিত ছিল। ভাসানীকে দেওয়া জিয়ার প্রতিশ্রুতি বিএনপিই ভুলে গেছে।’

সর্বশেষ খবর