বুধবার, ২৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জলবায়ুর ৫০০ কোটি টাকা ফারমার্স ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক

জলবায়ুর ৫০০ কোটি টাকা ফারমার্স ব্যাংকে

পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দ্য ফারমাস ব্যাংকের বিভিন্ন শাখায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ৫০৮ কোটি ১৩ লাখ ২৯ হাজার টাকা জমা রাখা হয়। এক বছর মেয়াদি স্থায়ী আমানতে সর্বোচ্চ সুদের হার প্রদান করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ টাকা জমা রাখা হয়। এর মধ্যে ৪৫৫ কোটি ৩২ লাখ ৭৬ হাজার টাকা মেয়াদোত্তীর্ণ হয়েছে। এ টাকা নগদায়নের জন্য কয়েকবার চাহিদাপত্র ও ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ জানায় ব্যাংকের তারল্য সংকটের কারণে এফডিআরসমূহ নগদায়ন করা যাচ্ছে না। জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে গতকালের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সেলিম উদ্দিনের (সিলেট-৫) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সর্বশেষ খবর