বুধবার, ২৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আই অ্যাম এ ফাইটার

নিজস্ব প্রতিবেদক

আই অ্যাম এ ফাইটার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটির কিসে মঙ্গল কিসে ক্ষতি তা ঠিক করবে নগরবাসী। এখতিয়ারের বাইরের কেউ আমার সিটির ভিতরে এসে হম্বিতম্বি করলে তারা মেনে নেবে না। মেনে নেয়ওনি।’ নাসিক মেয়র রাজধানীর ল্যাবএইড হাসপাতাল ছেড়ে নারায়ণগঞ্জ রওনা হওয়ার আগে গতকাল দুপুরে সাংবাদিকদের ব্রিফ করছিলেন। এ হাসপাতালে তিনি চার দিন চিকিৎসাধীন ছিলেন। নাসিক মেয়র বলেন, ‘নারায়ণগঞ্জ সিটির উন্নয়ন পরিপন্থী কাউকে একচুলও ছাড় দেওয়া হবে না।’ তিনি বলেন, ‘নাসিক যখন ট্যাক্স নেয় তখন সবার কাছ থেকেই নেয়। তাই নারায়ণগঞ্জের ফুটপাথ সবার। এ ফুটপাথ দিয়ে আওয়ামী লীগ-বিএনপি ও জনগণ হাঁটবে। হকাররা নির্দিষ্ট স্থানে তাদের ব্যবসা করবে। একজন মেয়র হিসেবে আমি নারায়ণগঞ্জের সবার লিডার। আই অ্যাম এ ফাইটার, আই অ্যাম এ লিডার।’ মেয়র আইভী বলেন, ‘হকারদের জন্য চার তলা ভবন হচ্ছে। তারা সেখানে যাবে। হকারদের জন্য এটাই আমার মেসেজ।’ নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘তারা সাহসী আইভীকে পেয়েছিলেন তা থেকে আমি সরে আসিনি। অস্ত্রের ঝনঝনানির কাছে শান্তির যে জয় হয়, নৈতিকতার যে জয় ঘটে তা নারায়ণগঞ্জবাসী দেখিয়েছেন।’ আইভী বলেন, ‘আমার স্লোগান ছিল “নয় সন্ত্রাস নয় ভয়, শহর হবে শান্তিময়”। আমার শহর শান্তিময় হতেই হবে। এ ব্যাপারে আমায় সহযোগিতা করবেন আমাদের সবার অভিভাবক আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি তাঁর ক্ষুদ্র এক কর্মী।’ মেয়র বলেন, তিনি প্রথম নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলী আহমেদ চুনকার কন্যা। এটাই তাঁর পরিচয়। তাঁর প্রেরণার উৎস নারায়ণগঞ্জের জনগণ, যে জনগণের জন্য তিনি বেঁচে আছেন। তিনি বলেন, জনগণের যে ভালোবাসা তিনি পেয়েছেন তার তুলনা নেই। জনগণ ঝাঁপিয়ে পড়ে তাকে রক্ষা করেছেন। নাসিক মেয়র আরও বলেন, ‘আমার সঙ্গে কারও কোনো বিরোধ নেই। দেশের সেবা করার জন্য আমি নিউজিল্যান্ড থেকে চলে আসি। ২০০১ সালে আওয়ামী লীগের ভরাডুবির পর ২০০৩ সালে প্রার্থী হয়ে জয়ী হই। আমি যে শেখ হাসিনার পরীক্ষিত সৈনিক, সেই পরীক্ষা আমাকে বার বার দিতে হবে না।’ ল্যাবএইড হাসপাতালের ডাক্তাররা যে গভীর আন্তরিকতা নিয়ে তাঁর চিকিৎসা করেছেন সেজন্য তিনি তাঁদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘একসময় আমি তাঁদের মতোই পেশাদার ডাক্তার ছিলাম। সেই পেশা ছেড়ে রাজনীতিতে এসেছি। আমি আল্লাহর রহমতে এখন পুরোপুরি সুস্থ।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর