শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

গণশিক্ষামন্ত্রীর খামার থেকে ১০ বিদেশি গরু লুট

দিনাজপুর প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের গরুর খামারে  ১০টি বিদেশি গরু লুটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে ফুলবাড়ীর শিবনগর ইউনিয়নের চামারগুদা (রাজারামপুর ফকিরপাড়া) এলাকায় অবস্থিত গরুর খামারে এ ঘটনা ঘটে। জানা যায়, ৪/৫ জনের ডাকাত দল খামারের কেয়ারটেকারকে বেঁধে রেখে ট্রাক লাগিয়ে ১০টি বিদেশি গরু লুট করে নিয়ে গেছে। ঘটনার রাতে মন্ত্রী ফুলবাড়ী শহরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল সকালে গণশিক্ষা মন্ত্রীর খামারবাড়িতে ডাকাতির ঘটনাটি জানাজানি হওয়ার পর জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। খামারের কেয়ারটেকার লোকমান আলী (২৬) সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে ২৪টি গাভীকে খাবার দিয়ে তিনি ঘরে শুয়ে পড়েন। রাত ২টার দিকে ডাকাত দল খামারের প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে চারজন ছুরি দিয়ে তাকে হত্যার ভয় দেখিয়ে হাত-পাসহ মুখ বেঁধে রেখে খামারের ১০টি বিদেশি গাভী ট্রাকে তুলে নিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর লোকমান আলী খামারের অপর কর্মচারী মো. ইমরানকে ডেকে তুলে ঘটনাটি জানান। পরে রাত সাড়ে ৩টার দিকে ইমরান তার মোবাইল ফোনে ফুলবাড়ী শহরের বাসায় অবস্থানরত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপিসহ থানার এসআই মিন্টু দাসকে ডাকাতির ঘটনা জানান। পরে মন্ত্রী রাত আনুমানিক ৪টায় খামারে এসে ডাকাতির বিষয়টি প্রত্যক্ষ করে বিষয়টি দিনাজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. হামিদুল আলমকে জানান। ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ও ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেন। ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, মন্ত্রীর খামারবাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত দলকে আটকের জন্য পুলিশি অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ খবর