শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সন্ত্রাসী ও চাঁদাবাজরা সদস্য নয় : কাদের

মানিকগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, খারাপ লোককে আওয়ামী লীগের সদস্য করা হবে না। দল ভারি ও পকেট ভারি করার জন্য বিএনপি-জামায়াতের লোকজনকে সদস্য না করার পরামর্শ দেন তিনি। গতকাল দুপুরে মানিকগঞ্জের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সভায় সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে জরিপ চলছে। জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেওয়া হবে। ভালো ব্যবহার করে জনগণের কাছে সরকারের উন্নয়নের খবর পৌঁছে দিতে হবে। মন্ত্রী-এমপিদের পিএস-এপিএস, আত্মীয়স্বজন, কাছের লোক ভালো কিনা খেয়াল রাখতে হবে। কাছের লোক খারাপ হলে নিজেকে ভালো বলা যাবে না। তিনি বলেন, মানুষ এখন আর কথায় বিশ্বাস করে  না, কাজে বিশ্বাসী। এ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে জনগণ নৌকা প্রতীকেই ভোট দেবে। এ সরকারের আমলে চালু হয়েছে মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ছুটিসহ সব ধরনের সুবিধা। মহিলারা আজ এসপি, ডিসি, পুলিশ ও সেনাবাহিনীর উচ্চপদস্থ পদে কাজ করছেন। কাজেই মহিলারা নৌকা প্রতীকেই ভোট দেবে। তবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি জনগণের কাছে ভোট চাওয়ার জন্য কী নিয়ে যাবে। জনগণের কাছে যাওয়ার মতো তারা কিছুই করেনি। তারা এখন নালিশি দলে পরিণত হয়েছে। খালেদা জিয়া আন্দোলনের ডাক দিয়ে লন্ডনে গিয়ে বসে থাকেন। তার বিরুদ্ধে এ সরকার কোনো মামলা করেনি। জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে  এ সময় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি ও অ্যাডভোকেট আবদুল মান্নান খান, উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল, সদস্য আখতারুজ্জামান। আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, সংসদ সদস্য মমতাজ বেগম ও এ এম নাঈমুর রহমান দুর্জয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুস সালাম। এ সময় আনুষ্ঠানিকভাবে খাবাসপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন সদস্য পদ গ্রহণ করেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, মমতাজ বেগম এমপি, নাঈমুর রহমান দুর্জয় এমপি সদস্য পদ নবায়ন করেন।

সর্বশেষ খবর