শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা রুখে দিল জনতা

নিজস্ব প্রতিবেদক

ওরা ডিবি পুলিশ না, ছিনতাইকারী। তারা মূলত ব্যাংকের মোটা অঙ্কের গ্রাহককে লক্ষ্য করে অপহরণের চেষ্টা করে। বৃহস্পতিবার রাজধানীর ব্যস্ততম এলাকা মগবাজারে দিনদুপুরে ফিল্মি স্টাইলে অপহরণের চেষ্টা চালায় ছিনতাইকারীরা। পরে আশপাশের লোকজনের ধাওয়া খেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর তাদের ফেলে যাওয়া গাড়িটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।

এ ঘটনার প্রেক্ষিতে গতকাল ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, ওরা মূলত ছিনতাইকারী। ডিবি পুলিশ পরিচয় দিয়ে অপহরণের পর টাকা-পয়সা নিয়ে নেয়। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। সেখানে ব্যবহূত মাইক্রোবাসটি উত্তরা এলাকার একটি রেন্ট-এ-কারের বলে প্রাথমিকভাবে জানা গেছে। জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশ পরিচয়ধারী চার দুর্বৃত্ত টেনে-হিঁচড়ে এক ব্যক্তিকে তুলে নেয় মাইক্রোবাসে। জীবন বাঁচাতে ওই ব্যক্তির চিৎকারে সন্দেহ জাগে পথচারীদের মনে। তাদের ধাওয়া খেয়ে দ্রুত মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সেটি মগবাজার মোড়ের কাছে যানজটে আটকে যায়। মাইক্রোবাসসহ ওই ব্যক্তিকে রেখে পালিয়ে যায় অপরাধীরা। সেখানে একটি হ্যান্ডকাফও পাওয়া যায়। মাইক্রোবাসটির নম্বর ঢাকা মেট্রো চ-১৩৯৫৫১। 

সর্বশেষ খবর