শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গা ঠেকাতে সীমান্তে পাহারা দিন

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা ঠেকাতে সীমান্তে পাহারা দিন

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পাশাপাশি সীমান্তে ‘হাজার হাজার লোক নিয়ে’ পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতিগত নিধন : প্রসঙ্গ রোহিঙ্গা মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। ড. কামাল বলেন, মিয়ানমার যেভাবে রোহিঙ্গাদের দেশ ছাড়তে বাধ্য করেছে, তাতে আন্তর্জাতিক মানবাধিকার সনদ পুরোপুরি লঙ্ঘিত হয়েছে। তিনি সীমান্ত পেরিয়ে রোহিঙ্গারা এখনো বাংলাদেশে আসতে থাকায় সরকারেরও সমালোচনা করে বলেন, আমাদের সার্বভৌমত্বের ওপর আক্রমণের মতো ভূমি দখল হয়ে যাচ্ছে। আরও লোকজন আসছে এটাকে কেন বন্ধ করা যাচ্ছে না? এটা রুখতে আন্তর্জাতিক কোর্টে যাওয়া দরকার। বর্ডারে শক্ত অবস্থান নেওয়া দরকার, আর একজনও যেন না আসে। নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে আমাদের শক্তি কি এতই কম? তিনি বলেন, ‘চলেন আমরা হাজার হাজার লোক গিয়ে বর্ডার পাহারা দিই। একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রে হাজার হাজার লোক পাঠাবে, আমরা দৈনন্দিন আগ্রাসনের শিকার হতে থাকব, নিষ্ক্রিয় থাকব, কিছুই করতে পারব না- এটা বিশ্বাস করা যায় না, মেনে নেওয়া যায় না।’ তিনি দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বিচার না করে ঐক্যবদ্ধভাবে এ সমস্যার সমাধানে এগিয়ে আসতে বাংলাদেশের সব পক্ষের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ খবর