শিরোনাম
শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দেশপ্রেম না থাকলে সব রসাতলে যাবে

নিজস্ব প্রতিবেদক

দেশপ্রেম না থাকলে সব রসাতলে যাবে

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আমাদের বুকে দেশপ্রেম থাকতে হবে। না হলে সব রসাতলে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। সবাইকে এমপি-মন্ত্রী হতে হয় না, কিন্তু সবাইকে দেশপ্রেমিক হতে হয়।’ সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তেজগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে গত সন্ধ্যায় এর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদদীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মো. আবদুল হাকিম। হাসানুল হক ইনু আরও বলেন, গণতন্ত্র নির্দিষ্ট সীমার মধ্যে স্বাধীনতার কথা বলে। গণতন্ত্র অবাধ স্বাধীনতা দেয়নি। গণতন্ত্র হচ্ছে মশারির ভিতরে তুলতুলে বিছানার মতো। অপরাধীদের গণতন্ত্রে বিচরণ করার অধিকার নেই। দেশ এখনো যুদ্ধের মধ্যে আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দেশ থেকে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দূর করা সম্ভব। কিন্তু এর সঙ্গে লেগে থাকতে হবে। আগামী বছর আরিচা ঘাটে দ্বিতীয় পদ্মা সেতু হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেক অসম্ভব সম্ভব হয়েছে এ দেশে। তথ্যমন্ত্রী বলেন, জাতির জন্য যারা নতুন রাস্তা দেখান তারা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাসের দরজা খুলে দিয়েছেন। তাকে জাতি মনে রাখবে। ইনু বলেন, যারা এ দেশের রক্তমাখা সবুজ ঘাসকে স্বীকার করে না তারা এ দেশে থাকতে পারে না। হাসানুল হক ইনু বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমাদের এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের চাকরির খোঁজ না করে উদ্যোক্তা হতে হবে। এর ফলে অনেকের চাকরির সুযোগ করে দেশের কল্যাণে অবদান রাখতে পারবেন। স্বপ্ন নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। সাউথইস্ট বিশ্ববিদ্যালয় তরুণ এ উদ্যোক্তাদের পাশে সবসময় থাকবে।

সর্বশেষ খবর