শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ছিনতাইকারীর গাড়ি টেনে হিঁচড়ে মারল নারীকে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসেন হেলেনা বেগম। বাসে উঠে ধানমন্ডি ৭ নম্বর রোডে নামেন। স্বামী মনিরুল ইসলাম মন্টুর হাত ধরে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেট কার থেকে ছিনতাইকারী হেলেনার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। হেলেনা ব্যাগটি শক্ত করে ধরে রাখায় তাকে টেনেহিঁচড়ে বেশ কিছু দূর নিয়ে যায় প্রাইভেট কার। একপর্যায়ে ছিনতাইকারীদের ওই প্রাইভেট কারের নিচে চাপা পড়েন হেলেনা। এতেই হেলেনা বেগমের (৩৫) মৃত্যু হয়। তিনি ছিলেন গ্রিন রোডের লাইফ কেয়ার হাসপাতালের আয়া।

নিহতের ভাতিজা মামুন আকন জানান, হেলেনা তার স্বামীকে নিয়ে কলাবাগানের ১৬৮/২ নম্বর গ্রিন কর্নার বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি বরিশালের বন্দর থানার দক্ষিণ কড়াপুরের সৈয়দবাড়িতে। গতকাল ভোরে গ্রাম থেকে ঢাকায় আসেন তিনি। ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ নিয়ে যেতে সক্ষম হয়েছে। তিন ছেলে ও এক মেয়ের জননী ছিলেন হেলেনা। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ‘ধানমন্ডি ৭ নম্বর রোডে ঢাকা ব্যাংকের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের প্রাইভেট কারের           চাপায় হেলেনার মৃত্যু হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।  ছিনতাইকারী ও তাদের ব্যবহূত প্রাইভেট কারটি শনাক্তের চেষ্টা চলছে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

 আশা করছি ছিনতাইকারীদের শিগগিরই ধরা সম্ভব হবে।’

সর্বশেষ খবর