বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

টাইগারদের তাণ্ডব মুমিনুল ১৭৫

মেজবাহ্-উল-হক, চট্টগ্রাম থেকে

টাইগারদের তাণ্ডব মুমিনুল ১৭৫

১৭৫ রানে অপরাজিত আছেন মুমিনুল হক —বাংলাদেশ প্রতিদিন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ত্রি-দেশীয় সিরিজে ফাইনালে হারার পর উইকেট নিয়ে আক্ষেপ ছিল টাইগারদের মনে। কিন্তু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের প্রথম দিন শেষেই তামিম-মুশফিকদের মুখে চওড়া হাসি! প্রথম দিনেই রান বন্যা। দিন শেষে           বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৩৭৪ রান। টেস্টের এক দিন বাংলাদেশের সর্বোচ্চ রানের নতুন রেকর্ড এটি। এর আগে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৮ উইকেটে ৩৬৫ রান করেছিল টাইগাররা। চট্টগ্রাম টেস্টের নিয়ন্ত্রণ এখন টাইগারদের হাতে। মুমিনুল হক একাই খেলেছেন ১৭৫ রানের হার না মানা ইনিংস। এছাড়া মুশফিক ৯২, তামিম ৫২ এবং ৪০ রান করেছেন ইমরুল। মুশফিক ও মুমিনুল মিলে তৃতীয় উইকেট জুটিতে ২৩৬ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েছেন। চট্টগ্রামের উইকেট বলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে টাইগাররা। কেন না এই উইকেট প্রথম দিন থাকে ব্যাটসম্যানদের অনুকূলে! দ্বিতীয় দিন থেকে স্পিন ধরতে শুরু করে। তখন রান করা কঠিন। তাই কাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত দেরি করেননি নতুন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তারপর টাইগার ক্যাপ্টেন সতীর্থদের জানিয়ে দেন, যত দ্রুত পার রান তুলে নাও। আর পরিকল্পনা অনুযায়ী আক্রমণাত্মক ব্যাটিং করে দারুণ সফল বাংলাদেশ। ম্যাচ শেষে তামিম ইকবাল বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল প্রথম থেকেই আক্রমণাত্মক খেলবো। কারণ শুরুর দিকে ব্যাটিং সহায়ক থাকবে তারপর স্পিন সহায়ক হয়ে যাবে। তাই শুরুতেই আমি ব্যাট চালিয়েছি। আমাদের পরিকল্পনায় আমরা সফল হয়েছি। প্রথম দিনে আমরা খুব ভালো অবস্থানে আছি। এই স্কোরকে যত বড় করা যাবে ততই ভালো।’ তবে প্রথম পিছিয়ে পড়ার কথা স্বীকার করলেও লঙ্কান ব্যাটিং কোচ সামারাবিরা মনে করেন, ম্যাচ এখনই শেষ হয়ে যায়নি। তার দাবি, ‘যদি আমরা বাংলাদেশকে পাঁচশ রানের মধ্যে আটকে দিতে পারি সেটা খুবই ভালো হবে।’ কাল সারা দিন দাপট দেখানোর পরও শেষ বিকালে খানিকটা অস্বস্তি নিয়েই হোটেলে ফিরতে হয়েছে টাইগারদের! পর পর দুই বলে হারাতে হয়েছে দুই উইকেট। দিনের অন্তিম মুহূর্তে মুশফিককে আউট করার পরের বলেই লিটন দাসকে ফিরিয়ে দিয়েছেন লঙ্কান বোলার লাকমল। তবে এতে তেমন কোনো ক্ষতি হয়নি দলের। অস্বস্তি এখানেই যে মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরিটা মিস হলো মুশফিকের! আর বড় স্বস্তি তো মুমিনুলের ব্যাটিং- ১৭৫ রানের হার না মানা ইনিংস। আজ একটুখানি সাবধানে খেললে প্রথম ডাবল সেঞ্চুরিটা পেয়েও যেতে পারেন প্রিন্স অব কক্সবাজার।

সর্বশেষ খবর