বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

গণতন্ত্র সূচকে আট ধাপ অবনতি

আইনের শাসনে ১০২তম

নিজস্ব প্রতিবেদক

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)-এর গণতন্ত্রের সূচকে বছরখানেক আগের অবস্থান ধরে রাখতে পারেনি বাংলাদেশ। সংস্থাটির দৃষ্টিতে এক ধাক্কায় আট ধাপ নিচে নেমেছে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থান। ২০১৬ সালে ইআইইউ-এর গণতন্ত্রের সূচকে ১০ এর মধ্যে ৫ দশমিক ৭৩ নম্বর পেয়ে বিশ্বে ৮৪তম অবস্থানে থাকা বাংলাদেশ ২০১৭ সালে ৫ দশমিক ৪৩ নম্বর পেয়ে এসেছে ৯২তম অবস্থানে। গতকাল লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রকাশিত গণতন্ত্রের সূচকে এই তথ্য দেওয়া হয়। আগের বছরের মতো এবারও সূচকে বাংলাদেশকে ‘হাইব্রিড রেজিম’ বিভাগে রাখা হয়েছে। ২০১৭ সালের  বৈশ্বিক সূচকে আবারও শীর্ষস্থান অধিকার করেছে নরওয়ে। আর সূচকে সবচেয়ে নিচে অবস্থান করছে উত্তর  কোরিয়া। গড় হিসাবে এশিয়ার দেশগুলো ২০১৭ সালে পেয়েছে ৫.৬৩ নম্বর। যদিও বিশ্বের গড় হিসাব ২০১৬ সালের ৫.৫২ থেকে কমে নেমেছে ৫.৪৮ এ।

১১৩ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০২ : আইনের শাসনের দিক থেকে ১১৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১০২। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাসটিস প্রজেক্ট (ডাব্লুজেপি) এ জরিপ তথ্য প্রকাশ করেছে। ২০১৭-১৮ বছরের তথ্যের ওপর ভিত্তি করে এটি করা হয়েছে। জরিপ অনুযায়ী আইনের শাসনে শীর্ষে রয়েছে ডেনমার্ক, দ্বিতীয় নরওয়ে, তৃতীয় ফিনল্যান্ড। সরকারের ক্ষমতার ভারসাম্য, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, ধর্মীয় অধিকার, নিরাপত্তা, বিচার ব্যবস্থা ইত্যাদি বিষয়ের ওপর ভিত্তি করে এ জরিপটি করা হয়।

সর্বশেষ খবর