বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ব্যাংক গ্রাহক যোগাযোগ বাংলায় হতে পারে

----- ড. সালেহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক গ্রাহক যোগাযোগ বাংলায় হতে পারে

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘গ্রাহকের সঙ্গে বাংলায় ব্যাংকিং কার্যক্রম চালাতে আমি তেমন কোনো সমস্যা দেখি না। তবে একটা সমস্যা আমার চোখে ধরা পড়ে। তা হলো ব্যাংকিং সেক্টরে কিছু আন্তর্জাতিক নিয়ম ও নর্ম (প্রথা) আছে। দেশীয় বিষয়াদির সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের জন্য ইংরেজি রাখা দরকার।’ বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব বলেন তিনি। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘গ্রাহকের সঙ্গে যোগাযোগ, অ্যাকাউন্ট খোলা ও চিঠিপত্র আদান-প্রদান সব বাংলায় করা যায়। এটা করা কোনো ডিফিকাল্ট (কঠিন) নয়। ব্যাংকের রুলস ও রেগুলেশন সব বাংলায়। অ্যাকাউন্ট কিংবা চেকবই বাংলায় করতে কোনো সমস্যা দেখি না। যদিও চেকের ডিজাইন (নকশা) করতে একটু সময় লাগে। এরই মধ্যে তো এমআরসিআই চেক হয়েই গেছে। তবে মেজর (বড়) অ্যাকাউন্টগুলো ইংরেজিতে হতে পারে, কিন্তু তার সামারিগুলো বাংলায় রাখা যায়। এটা চালু করা খুব বেশি কঠিন বলে আমার মনে হয় না। ব্যাংকের নাম কিংবা সাইনবোর্ড ইংরেজির পাশাপাশি বাংলায় রাখার ব্যবস্থা করতেই হবে। অন্যান্য দেশে লিমিটেডেরও নাম নিজ ভাষায় লেখা থাকে। এত দিনে এসব না হওয়ার পেছনে সংশ্লিষ্টদের আন্তরিকতা-সদিচ্ছার যথেষ্ট অভাব রয়েছে। আর বাংলায় করার জন্য আমাদের সাধারণ লোকদের সচেতন হতে হবে এবং চাপও প্রয়োগ করতে হবে। জনগণ থেকে চাপ এলে সবচেয়ে বেশি ভালো ও কার্যকর হয়।’ তিনি বলেন, ‘সাধারণ মানুষ যদি বলেন, “আপনারা এসব কাজ বাংলায় করছেন না কেন? বাংলায় না করলে আমরা অ্যাকাউন্ট খুলব না।”

এ ধরনের অবস্থান ব্যক্ত করলে ব্যাংক কর্তৃপক্ষ তাদের অবস্থান পরিবর্তন করবে বলে আশা করি।’

সর্বশেষ খবর