বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নিরাপত্তার নামে ডিজিটাল নিরাপত্তাহীনতা আইন

নীলফামারী প্রতিনিধি

নিরাপত্তার নামে ডিজিটাল নিরাপত্তাহীনতা আইন

ডিজিটাল নিরাপত্তার নামে ডিজিটাল নিরাপত্তাহীনতা আইন করা হয়েছে অভিযোগ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ফলে তথ্য প্রকাশের অধিকার খর্ব হওয়ার পাশাপাশি দুুর্নীতির বিস্তার ঘটবে। গতকাল দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটি সনাক আয়োজিত “স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন : সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক এক মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কোনো গণতান্ত্রিক সরকারের কাছে এমন আইন প্রত্যাশিত নয় উল্লেখ করে তিনি আরও বলেন, এ ধরনের আইন আত্মঘাতী। পৃথিবীর ইতিহাস থেকে দেখা যায় এ ধরনের আইন যারা করে তারা নিজের স্বার্থের জন্য করে। সনাক নীলফামারী সভাপতি প্রকৌশলী সফিকুল আলম ডাবলুর সভাপতিত্বে মতবিনিময় সভায়  বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার মোহাম্মদ আতিকুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান। স্থানীয় পর্যায়ে দুর্নীতির ধরন এবং বিস্তারসহ প্রতিরোধবিষয়ক বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা।

সর্বশেষ খবর