বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

১৫২ বছর পর সুপার মুন দেখল বিশ্ববাসী

নিজস্ব প্রতিবেদক

১৫২ বছর পর সুপার মুন দেখল বিশ্ববাসী

এক অন্যরকম রাত উপভোগ করেছে গতকাল বিশ্ববাসী। বিরল এক মহাজাগতিক দৃশ্য উপভোগের জন্য বাড়ির ছাদে, জানালায় অবস্থান নিয়ে আকাশে চোখ রেখেছিল কোটি মানুষ। রাতের আকাশে একই সঙ্গে দেখা গেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সুপার মুন ও ব্লু-মুন। এক অপার্থিব অভিজ্ঞতার সাক্ষী হয়েছে গোটা বিশ্ব। বিশ্ববাসীর সঙ্গে বাংলাদেশের লাখ লাখ মানুষ অবলোকন করেছে রক্তিম চাঁদ। শেষবার এমনটা ঘটেছিল ১৮৬৬ সালের ৩১ মার্চ, ১৫২ বছর আগে। জ্যোতির্বিদরা এ বিরল ঘটনার নাম দিয়েছেন ‘সুপার ব্লু ব্লাড মুন এক্লিপস’।

উত্তর আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য, রাশিয়া এবং অস্ট্রেলিয়া অঞ্চল থেকে দেখা গেছে এ অত্যাশ্চর্য দৃশ্য। গতকাল চন্দ্রগ্রহণ শুরু হয় বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫১ মিনিটে, চলে রাত ১০টা ৮ মিনিট পর্যন্ত। আকাশ পরিষ্কার থাকায় বাংলাদেশ থেকে গতকাল সন্ধ্যার পর এ চন্দ্রগ্রহণ দৃশ্যমান হয়। প্রসঙ্গত, একই মাসে দু’বার পূর্ণিমার চাঁদ দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমার চাঁদকে বলা হয় ব্লু-মুন। নামে ‘নীল চাঁদ’ হলেও নীল রঙের সঙ্গে এ চাঁদের কোনো সম্পর্ক নেই। তাছাড়া এ সময় চাঁদকে স্বাভাবিকের তুলনায় ১৪ শতাংশ বেশি উজ্জ্বল দেখায় বলে এ চাঁদকে বলা হচ্ছে ‘সুপার মুন’। চন্দ্রগ্রহণের সময় একই সঙ্গে দেখা যায় ‘ব্লাড মুন’ও। আসলে ব্লাড (রক্ত রঙের) শব্দটির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। পৃথিবীর ছায়ায় অবস্থানের কারণে চাঁদ রক্তিম বা রক্তরঙা হয়ে ওঠে। সূত্র : সিএনএন। 

সর্বশেষ খবর