শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না : সিইসি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন— বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। অবশ্যই রাজনৈতিক অঙ্গনে বিএনপির একটি গুরুত্বপূর্ণ অবস্থান আছে। তাদের ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি। গতকাল রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মনোনয়নপত্র দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন সিইসি।

নূরুল হুদা বলেন, আমরা সব সময় বলছি নিরপেক্ষ থাকব। নির্বাচনে অংশগ্রহণকারী সব দল একই সুযোগ-সুবিধা পাবে। তবে নির্বাচনী মাঠে কোন দল কী প্রচারণা করবে, তা একান্তই তাদের নিজস্ব বিষয়। তিনি বলেন, আমরা তো প্রত্যাশা করব সব দল নির্বাচনে আসুক। আমরা সে রকমই অনুরোধ করে থাকি। তিনি আশা প্রকাশ করেন, বছরের শেষ দিকে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে। আমরা এখনো আশা করি, বিএনপিসহ সব দল সংসদ নির্বাচনে অংশ নেবে। তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে। আইনের বিষয়ে তো আমাদের কিছু বলার নেই। এরই মধ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়ের তারিখ হওয়ার পর বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, ‘সাজানো রায়’ দিয়ে তাদের নেত্রীকে নির্বাচনের বাইরে রাখার চক্রান্ত হচ্ছে। এ পরিস্থিতিতে জাতীয় নির্বাচনে বিএনপিকে রাখার গুরুত্ব তুলে ধরলেন সিইসি। তিনি এর আগে সংলাপের সময় বিএনপির সঙ্গে বৈঠকে জিয়াউর রহমানের গুণগান করে আওয়ামী লীগের নেতাদের সমালোচনার মুখে পড়েছিলেন।

সর্বশেষ খবর