শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নির্বাচন থেকে সরতে বিএনপির টালবাহানা

----- ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যেতে বিএনপি টালবাহানা করছে। তাদের কথাবার্তায় আমাদের মনে হচ্ছে, তারা নির্বাচন থেকে সরে যেতে চাইছে। এক বছর ১০ মাস ধরে তাদের কোনো মিটিং হয় না। এটা নাকি গণতন্ত্রের দল!’

গতকাল রাজধানীর শনিরআখড়ায় ফুটওভার ব্রিজের  উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কাদের বলেন, বিএনপি এমন একটা দল, যাদের জাতীয় কাউন্সিলের এক বছর ১০ মাস পর নির্বাহী কমিটির সভা হয়। আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা প্রতি দুই মাসে বাধ্যতামূলক। বিএনপি এখন সভা করার জায়গা পায় না। ৫০০ কর্মকর্তা এবং সদস্যের জাম্বো জেট মার্কা কমিটি বিএনপির। এ কমিটির জন্য স্থানসংকুলান করতে বিলাসবহুল হোটেলে যেতে হবে। তাদের আর ছোটখাটো হোটেলে জায়গা হচ্ছে না। কোথাও তাদের জায়গা হচ্ছে না। বিলাসবহুল হোটেলে বসে তারা জনগণের জন্য কর্মসূচি দেবে। বিএনপি নেতাদের ইঙ্গিত করে তিনি বলেন, খালেদা জিয়ার মামলার রায় হবে। মামলার রায় কী হবে, এখনই তারা বলে দিচ্ছে। রায় তাদের বিরুদ্ধে যাবে। আর রায় বিরুদ্ধে গেলে তারা আন্দোলন করবে। অদ্ভুত এক কাণ্ড বিএনপি এখন করে যাচ্ছে। খালেদা জিয়ার রায়ের দিন আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেবে না জানিয়ে কাদের বলেন, ‘আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। তবে জনগণের জানমালের নিরাপত্তায় আমরা সতর্ক থাকব, সচেতন থাকব। বিশৃঙ্খলা হলে জনগণই সমুচিত জবাব দেবে। কোনো কর্মসূচি দিয়ে মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা বাড়াতে চাই না। আদালত রায় দেবে। আদালতের রায়ের ওপর কোনো কর্মসূচি হয় না। আওয়ামী লীগের কোনো কর্মসূচি নেই। আওয়ামী লীগ কোনো উসকানিও দেবে না। দু-একটা পত্রিকায় দেখলাম গ্রেফতারের নামে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। আমি পুলিশ কমিশনারকে বলে দিয়েছি, গণগ্রেফতার যেন না হয়। বিএনপির আমলে গণগ্রেফতার করা হয়েছিল। হাজার হাজার নিরীহ মানুষকে গ্রেফতার করা হয়েছিল। আমি পুলিশ কমিশনারকে খুব সিরিয়াসলি বলেছি, এমনটা যেন না হয়। যারা প্রকৃত অপরাধী তাদেরই যেন গ্রেফতার করা হয়।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা কোনো পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে নেই। তবে বিশৃঙ্খলা হলে এর জবাব জনগণই দেবে। আর রাস্তায় যদি কোনো বিশৃঙ্খলা হয়, এটা মোকাবিলা করবে আইন প্রয়োগকারী সংস্থা। পরিস্থিতিই বলে দেবে কী করতে হবে।’

সর্বশেষ খবর