রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নিবিড় সম্পর্কের বার্তা নিয়ে আসছেন সুইস প্রেসিডেন্ট

কূটনৈতিক প্রতিবেদক

নিবিড় সম্পর্কের বার্তা নিয়ে আসছেন সুইস প্রেসিডেন্ট

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট আঁলা বেরসে চার দিনের এক সরকারি সফরে আজ ঢাকায় আসছেন। বাংলাদেশে এই প্রথমবারের মতো সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট সফরে আসছেন। রোহিঙ্গা সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিতেই সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এ সফরে আসছেন বলে জানিয়েছে ঢাকার সুইস দূতাবাস। অতিথি প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বৈঠকে অর্থনৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাকে বরণ করে নিতে সব প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের পতাকাসহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো। সফরসূচি অনুসারে, আজ বিকালে সুইস প্রেসিডেন্ট আঁলা বেরসে ঢাকায় এসে পৌঁছলে তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার সঙ্গে সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাতে তার সম্মানে বঙ্গভবনে আয়োজন করা হবে নৈশভোজ। সেখানে রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। পরদিন সাভারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন সুইস প্রেসিডেন্ট এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন আঁলা বেরসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। জানা  গেছে, সুইস প্রেসিডেন্টের সফরে বাংলাদেশ ও সুইজারল্যান্ড দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর জোর দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হবে। এ ছাড়াও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ এবং বহুপক্ষীয় অঙ্গনে সহযোগিতার বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। আগামী মঙ্গলবার আঁলা বেরসে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য সুইজারল্যান্ড মানবিক সহযোগিতা দিয়ে আসছে। সফরে তিনি নাগরিক সমাজের প্রতিনিধি ও বাংলাদেশে সক্রিয় সুইস ব্যবসায়ী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়াও তিনি ঢাকা আর্ট সামিট পরিদর্শনে যাবেন। ওই সামিটের সঙ্গে সুইস আর্টস কাউন্সিল প্রো হেলভেশিয়া সম্পৃক্ত আছে। জানা যায়, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর পূর্তি হয়েছে ২০১৭ সালে। ১৯৭২ সালের ১৩ মার্চ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। সেদিনই সুইজারল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ২০১০ সালের তুলনায় বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক  লেনদেন বেড়ে দ্বিগুণ হয়েছে। ঢাকার সুইস দূতাবাস জানায়, উন্নয়ন সহযোগিতায় সুইজারল্যান্ড এবং বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। সুইস উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ একটি অগ্রাধিকার পাওয়া দেশ। দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক ক্রমেই বাড়ছে। ২০১০ সালের পর দুই দেশের মধ্যে বাণিজ্য  বেড়ে দ্বিগুণ হয়েছে। এ সম্পর্ক আরও নিবিড় করার বার্তা দেবেন সুইস প্রেসিডেন্ট আঁলা বেরসে।

সর্বশেষ খবর