সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক

রায়ের আগে দলীয় কর্মসূচি চূড়ান্ত করতে স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি প্রধান বেগম জিয়া। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। দীর্ঘ সময় চলা এ বৈঠকে রায়ের দুইদিক নিয়েই আলোচনা হয়। রায়ে ইতিবাচক কিছু হলে পরবর্তীতে কি করণীয় তাও আলোচনা হয়। তবে নেতিবাচক কিছু হলে তাত্ক্ষণিক কর্মসূচি কি হবে তা চূড়ান্ত হয়। এ ছাড়া রবিবার নির্বাহী কমিটির সভায় নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত স্থায়ী কমিটিতে চূড়ান্ত করা হয়। ওই সিদ্ধান্তগুলো গণমাধ্যমকে দেওয়া হবে। বৈঠক সূত্র জানায়, স্থায়ী কমিটির সদস্যরা ৮ ফেব্রুয়ারি সারা দেশে গণজমায়েত নিয়ে রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। রায় নেতিবাচক হলে সারা দেশেই একযোগে বিক্ষোভ মিছিল বের করা হবে। তবে কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয়, সে ব্যাপারে তৃণমূল নেতাদের দিক নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বেরিয়ে এসে স্থায়ী কমিটির এক সদস্য জানান, রায় নেতিবাচক হলে বিএনপি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি দেবে। নেতিবাচক পন্থা বর্জন করতে তৃণমূলকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর