বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সাজা হলে কাশিমপুরে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

আলী আজম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে  সাজা হলে তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হতে পারে। সরকারের উচ্চপর্যায়ের একাধিক নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে কারা কর্তৃপক্ষ। সূত্র আরও জানায়, এই সিদ্ধান্ত বাস্তবায়ন নির্ভর করছে কী রায় হয় তার ওপর। কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কাশিমপুর কারাগারে সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। সেখানে মহিলা কারাগারের একটি ভিআইপি সেল ধোয়ামুছা করা হয়েছে। কারাগারের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও। টহল দিচ্ছে পুলিশ ও র‌্যাব।

কারা কর্তৃপক্ষ সূত্র বলছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় কী হবে তা আদালতের বিষয়। আদালতের আদেশ অনুযায়ী সব কিছু করা হবে। আদেশ পালনে কারা কর্তৃপক্ষ সব সময় প্রস্তুত থাকে। কারা সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারী বন্দীদের রাখার ব্যবস্থা নেই। এ জন্য কয়েক দিন ধরে ঢাকার পুরনো কারাগারের নারী সেলের নিচতলা ও দোতলায় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। ওই সেলের মেঝেতে এতদিন টাইলস না থাকলেও সেখানে টাইলস বসানো হয়েছে। নতুন করে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে। লাগানো হয়েছে ফ্যান। স্থানীয়রা বলছেন, কয়েক দিন ধরে পুরান ঢাকার কারাগারে নিরাপত্তা বাড়ানো হয়েছে। জনবলও বাড়ানো হয়েছে। গতকাল সকাল থেকে কারাগারের সামনে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। পুলিশ ও র‌্যাব টহল দিচ্ছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করছে।

সর্বশেষ খবর