বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আবারও রাষ্ট্রপতি নির্বাচিত আবদুল হামিদ

নিজস্ব প্রতিবেদক

আবারও রাষ্ট্রপতি নির্বাচিত আবদুল হামিদ

দেশের ২১তম রাষ্ট্রপতি পদে বর্তমান রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবারে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনে আবদুল হামিদ একক প্রার্থী হওয়ায় আর ভোটাভুটির প্রয়োজন হলো না। গতকাল মনোনয়নপত্র বাছাইয়ের আনুষ্ঠানিকতা শেষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে আবদুল হামিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন এ নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এ সময় চার নির্বাচন কমিশনার ও ইসির ভারপ্রাপ্ত সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল সকাল ১০টায় মনোনয়নপত্র বাছাই শুরু করে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাছাইয়ের সময় চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, শহীদুজ্জামান সরকার, ইকবালুর রহীম ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবীর কাওছার উপস্থিত ছিলেন। ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি নির্বাচিত হওয়ার পর ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন আবদুল হামিদ। আর এবার ২৩ এপ্রিল তাঁর শপথ হতে পারে বলে আভাস দিয়েছেন সিইসি। গতকাল বিকালে আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণার গেজেটও প্রকাশ করা হয়। তবে টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কেবল আবদুল হামিদই। সংবিধানে সর্বোচ্চ দুবার রাষ্ট্রপতি পদে থাকার সুযোগ থাকায় এটাই হবে তাঁর শেষ মেয়াদ। এদিকে প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ৫ ফেব্রুয়ারি দাখিলের দিন একমাত্র আবদুল হামিদের মনোনয়নপত্র জমা পড়ে। তফসিলে ১৮ ফেব্রুয়ারি ভোটের তারিখ রাখা হলেও তার প্রয়োজন আর হচ্ছে না। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র ফেরার পর শুধু ১৯৯১ সালেই রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়েছিল। এরপর সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত ৫ ফেব্রুয়ারি সোমবার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল সিইসি কে এম নূরুল হুদার কাছে আবদুল হামিদের তিনটি মনোনয়নপত্র জমা দেন। ইসির কর্মকর্তারা বলেন, প্রথম মনোনয়নপত্রের প্রস্তাবক ওবায়দুল কাদের, সমর্থক তোফায়েল আহমেদ। দ্বিতীয় মনোনয়নপত্রের প্রস্তাবক রাশেদ খান মেনন, সমর্থক আ স ম ফিরোজ। তৃতীয় মনোনয়নপত্রের প্রস্তাবক হুসেইন মুহম্মদ এরশাদ, সমর্থক মো. আতিউর রহমান আতিক। তবে গতকাল বাছাইয়ে প্রথম মনোনয়নপত্রটি গৃহীত হওয়ায় অন্য দুটি আর বাছাইয়ের প্রয়োজন হয়নি। ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. আবদুল হামিদ। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির মেয়াদপূর্তির তারিখের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। ফলে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে এ নির্বাচন করার বাধ্যবাধকতা ছিল। গত ৩১ জানুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় আবদুল হামিদকে দ্বিতীয় দফা রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর গত শুক্রবার জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং রবিবার রাষ্ট্রপতি ওই মনোনয়নপত্রে সই করেন। সোমবার তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচিত ঘোষণার গেজেট হস্তান্তর করলেন সিইসি : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ২১তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার গেজেট হস্তান্তর করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে ইসির একটি প্রতিনিধি দল আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় অন্য চার নির্বাচন কমিশনার এবং ইসির ভারপ্রাপ্ত সচিবও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান। তিনি বলেন, গেজেট হস্তান্তর করে সিইসি রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। এছাড়া নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করা হয় বলেও জানান প্রেসসচিব। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ সময় রাষ্ট্রপতিকে কমিশনের মনোগ্রামের আদলে তৈরি একটি ফুলের তোড়া উপহার দেওয়া হয়। গতকাল বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি পদে বর্তমান রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করে ইসি। মনোনয়নপত্র বাছাইয়ের আনুষ্ঠানিকতা শেষ করে আবদুল হামিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন এ নির্বাচনের নির্বাচনী কর্তার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

সর্বশেষ খবর