শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিএনপির বিক্ষোভ সারা দেশে পুলিশি বাধা, আটক

আজও বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির বিক্ষোভ সারা দেশে পুলিশি বাধা, আটক

রাজধানীর বায়তুল মোকাররম থেকে গতকাল বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। এ সময় নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জও করা হয় —বাংলাদেশ প্রতিদিন

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজার প্রতিবাদে গতকাল ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রাজধানীতে বিএনপির কর্মসূচিতে জোটের কোনো নেতাকে দেখা যায়নি। এ ছাড়া বেশ কয়েকস্থানে পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির কর্মসূচি। দলীয় সূত্র জানিয়েছে, এদিন ঢাকাসহ সারা দেশ থেকে অন্তত ১৫০ নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। আজও ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি রয়েছে।

রাজধানীতে জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে বিএনপির নেতা-কর্মীদের শান্তিপূর্ণ মিছিল নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। মিছিলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে মিছিলটি ঘুরে স্কাউট ভবনের সামনে যাওয়া মাত্রই পুলিশের ধাওয়ায় এটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন গলিতে ঢুকে পড়েন। সেখান থেকে চার কর্মীকে পুলিশ আটক করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বায়তুল মোকাররমে নামাজ পড়ে মিছিলে যোগ দেন। এ সময় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকেও দেখা যায় মিছিলের নেতৃত্বে। পুলিশের ব্যাপক উপস্থিতির মধ্যে বিএনপি-নেতা-কর্মীদের মিছিল কোথাও কোথাও কিছুটা এলোমেলো হয়ে  যেতে দেখা যায়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মিছিলে উপস্থিতি বাড়তে থাকে।

দৈনিক বাংলা মোড় হয়ে ফকিরাপুল দিয়ে মিছিলটি নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় মিছিলকারীদের অনেকেই বিভিন্ন গলিতে ঢুকে যান। তবে অল্প সময়ের মধ্যেই আবারও তারা জড়ো হয়ে নতুন করে মিছিল শুরু করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, কাজী আবুল বাশার, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, মীর নেওয়াজ আলী নেওয়াজ, খান রবিউল ইসলাম রবি, আবদুল বারী ড্যানী, আমিরুজ্জামান খান শিমুল, এসকে শামীম, হায়দার আলী লেনিন, রফিক শিকদার, তানভীর আহমেদ রবীন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সিনিয়র সহসভাপতি মোরতাজুল করীম বাদুরু, নুরুল ইসলাম নয়ন, রফিকুল আলম মজনু, গোলাম মাওলা শাহিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাইফুল ইসলাম ফিরোজ ও এসএম জিলানী, মনির হোসেন প্রমুখ নেতাকে মিছিলে দেখা গেছে। ‘খালেদা জিয়ার ?মুক্তি চাই, মুক্তি চাই’ ‘খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন সারা দেশে’— ইত্যাদি স্লোগান দিয়ে মিছিলটি যখন বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল, ওপরে ব্যালকনি থেকে হাততালি দিয়ে তাদের সমর্থন দিতে দেখা গেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মিছিল বেশ বড় আকার পায়। পুলিশ সদস্যদের পেছনে রেখে সহস াধিক বিএনপিকর্মীর ওই মিছিল নাইটিঙ্গেল  মোড়ের দিকে এগোতে থাকে। একপর্যায়ে সামনে  থেকে পুলিশের আরেকটি দল এগিয়ে এলে সংঘাত এড়াতে মিছিলকারীরা নাইটিঙ্গেল মোড়ের আগেই একটি গলির মধ্যে ঢুকে পড়েন, আর তখনই পেছনের পুলিশ সদস্যরা বাঁশি বাজাতে বাজাতে লাঠি হাতে তেড়ে যান। পুলিশের একটি সাঁজোয়া যানও তখন রাস্তায় ছিল। ওই গলি থেকে কয়েকজনকে আটক করে নিয়ে যান পুলিশ সদস্যরা। তবে কতজনকে আটক করা হয়েছে, তা জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা শিবলী নোমান। সাংবাদিকদের প্রশ্নে শিবলী নোমান বলেন, ‘যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় মিছিল বিক্ষোভ করার অধিকার মানুষের রয়েছে। তারা যে মিছিল করেছে, তাদের শান্তিপূর্ণ অবস্থানের জন্য মিছিলে সহযোগিতা দেওয়া হয়েছে।’ সারা দেশের কর্মসূচি : বিভিন্ন স্থান থেকে পাঠানো আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— রংপুর : কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারেননি রংপুর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ব্যাপারে মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন জানিয়েছেন, গ্রেফতার আতঙ্ক এবং নেতা-কর্মীদের দলীয় কার্যালয়ে ভিড়তে না দেওয়ায় কর্মসূচি পালন করা সম্ভব হয়নি। সিলেট : সিলেটে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। জুমার নামাজের পর হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা। বরিশাল : বরিশালে পুলিশের কঠোর বেষ্টনীর মধ্যে বিএনপি দুই দফা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করেছে। বিকালে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে এ বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ শেষে দক্ষিণ জেলা যুবদল একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়।  রাজশাহী : কর্মসূচি অনুযায়ী রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি। দুপুরে নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হলে পুলিশ বাধা দেয়। তখন পুলিশ বেষ্টনীর মধ্যেই কর্মসূচি পালন করে বিএনপি। বগুড়া : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বগুড়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। শহরের নবাববাড়ী রোড কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। তবে কর্মসূচি শুরুর আগে পুলিশের লাঠিচার্জে ১০ নেতা-কর্মী আহত হন। নরসিংদী : নরসিংদীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। দুপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জেলা কার্যালয় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সভায় মিলিত হয়। ময়মনসিংহ : ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করার সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। জুমার নামাজের পর শহরের নতুন বাজার এলাকায় এ বিক্ষোভ করে বিএনপির নেতা-কর্মীরা। বাগেরহাট : বাগেরহাটে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ বিএনপির পাঁচ নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। শেরপুর : শেরপুরে বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নেওয়ায় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ পলাশসহ চারজনকে পুলিশ গ্রেফতার করেছে। দিনাজপুর : দিনাজপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশ বিএনপির তিনজনকে আটক করে। কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় জেলা বিএনপিরসহ সভাপতি রুহুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়াসহ ১৫ জন নেতা-কর্মীকে পুলিশ আটক করে। ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী কর্মসূচি পালনের চেষ্টা করলেও তা পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। নেতারা আজকের কর্মসূচি সফল করার জন্য নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে এ মিছিল বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সুনামগঞ্জ : সুনামগঞ্জে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। শহরের পুরাতন বাস স্টেশন থেকে মিছিলটি বের হয়ে কিছু দূর যাওয়ার পর পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে সমাবেশ করেন নেতা-কর্মীরা। নাটোর : নাটোরে ঝটিকা মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার এলাকায় গিয়ে শেষ হয়। লালমনিরহাট : খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা বিএনপি। মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে জেলা বিএনপি শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করেছে। জুমার নামাজের পর মুক্তারপুর এলাকায় বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।  নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে জেলা ও মহানগর যুবদল বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ হানা দিয়ে ৪ জনকে আটক করেছে। কুমিল্লা : কুমিল্লায় পৃথক পৃথক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে বিএনপির দুই গ্রুপ। এর মধ্যে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের গ্রুপ রানীর বাজারে এবং সিটি মেয়র মনিরুল হক সাক্কুর গ্রুপ নওয়াববাড়ী রোডে বিক্ষোভ মিছিল করে।

সর্বশেষ খবর