শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দ্বিতীয় দিনেও গেল ১৪ উইকেট মিরপুরে আজ শেষ রোমাঞ্চ

ঢাকা টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

মিরপুরে আজ রোমাঞ্চের অপেক্ষা। ৩১২ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। কাল সকালে বাংলাদেশকে মাত্র ১১০ রানে অলআউট করে দিয়ে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২০০ রান করে সফরকারীরা। ম্যাচের লাগাম এখন লঙ্কানদের হাতে। তবে শ্রীলঙ্কাকে সকালের সেশনে দ্রুত অলআউট করে দিয়ে ধৈর্য ধরে ব্যাট করতে পারলে নাটকীয় কিছু ঘটেও যেতে পারে। তাই আশা ছাড়ছে না বাংলাদেশও। দিন শেষে সে রকম ইঙ্গিতই দিলেন মেহেদী হাসান মিরাজ, ‘ম্যাচে তো এখন সবকিছুই হতে পারে। আমাদের লক্ষ্য আগামীকাল (আজ) দ্রুত ২টি উইকেট নেওয়া। আত্মবিশ্বাস আছে সকালে দ্রুত উইকেট তুলে নেওয়ার পর ওরা যা-ই রান করুক না কেন, তা চেজ করার।’ ইতিহাস বাংলাদেশের পক্ষে কথা বলছে না! কেননা চতুর্থ ইনিংসে কখনো ৩০০ রানের লক্ষ্য তাড়া করে জিততে পারেনি টাইগাররা। সর্বোচ্চ ২১৫ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট জর্জেসে। দেশের মাটিতে বাংলাদেশ লক্ষ্য তাড়া করে জিতেছে একবার। ২০১৪ সালে। এই মিরপুরেই জিম্বাবুয়ের বিপক্ষে ১০১ রানের লক্ষ্য তাড়ায় জিতেছিল ৩ উইকেটে। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় ১৯১ রানের লক্ষ্য তাড়ায় ৪ উইকেট জিতেছিল বাংলাদেশ। তার পরও আশাবাদী টাইগাররা।

বাংলাদেশ কাল ব্যাকফুটে চলে গেছে সকালের সেশনেই। মাত্র ৩ রানের মধ্যে হারাতে হয়েছে ৫ উইকেট। ব্যাটিংয়ে একটা সময় ৫ উইকেটে বাংলাদেশের স্কোর ছিল ১০৭! সেখান থেকে হঠাৎ ১১০ রানে অলআউট। গতকাল মিরপুরে এই উইকেট বৃষ্টির জন্যই  পিছিয়ে পড়ে যায় বাংলাদেশ। শুরু হয় অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে। চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসেই অপরাজিত ছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম ইনিংসে টেলএন্ডারদের সঙ্গে লড়াই করে খেলেছিলেন ৮৩ রানের হার না মানা এক ইনিংস। আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৮ রান করে দলকে জয়ের সমান এক ড্র এনে দিয়েই মাঠ ছেড়েছিলেন। গতকালও দারুণ ব্যাটিং করছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৪৬ বল খেলে ১৭ রান করেন। তার পরই লঙ্কান বোলার ধনঞ্জয়ার এক দুর্দান্ত ডেলিভারিতে সব এলোমেলো হয়ে যায়। তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। দলীয় ১০৭ রানের মাথায় মাহমুদুল্লাহ আউট হওয়ার পর রানের খাতা খোলার আগেই বিদায় ঘণ্টা বেজে যায় সাব্বির রহমানের। মাত্র ৩ বল ফেস করেছেন তিনি। ঘাতক সেই ধনঞ্জয়া! দলীয় খাতায় ২ রান যোগ করার পর ধনঞ্জয়াকে ক্যাচ দিয়ে ফিরে যান রাজ্জাকও। ৪ বল খেলে মাত্র ১ রান যোগ করেছেন তিনি দলীয় খাতায়। তারপর ১১০ রানের মাথায় তাইজুল ও মুস্তাফিজ আউট হয়ে যান। শেষ পর্যন্ত ৩৮ রানে অপরাজিত ছিলেন মিরাজ। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনেও দাপট দেখিয়েছেন বোলাররা। সে কারণেই এখনো স্বপ্ন দেখছে বাংলাদেশ।

সর্বশেষ খবর