শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

শিমুল-রাজীব রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে যাওয়ার পথে বিভিন্ন স্থানে ‘সহিংসতা’র ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। এতে বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। গতকাল রাজধানীর রমনা ও শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করেন। পুলিশ বলছে, সরকারি কাজে বাধা, মারধর, অগ্নিসংযোগের অভিযোগে এসব মামলা করা হয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত ওসি কাজী মাইনুল ইসলাম জানান, আমাদের থানায় তিনটি মামলা হয়েছে। এতে ১৬০ জন এজহারনামীয় আসামি রয়েছে। এদের মধ্যে ১৮ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, একটি মামলায় ১০০ জন এবং অপর মামলায় ১০৮ জনকে আসামি করা হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার গুলশানের বাসা থেকে বের হয়ে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পথে মগবাজার, হেয়ার রোড, কদম ফোয়ারা মোড় ও চানখাঁরপুলে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হেয়ার রোডে দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। তাদের ইট-পাটকেলের আঘাতে ছয়জন পুলিশ কনস্টেবল আহত হন। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রিমান্ডে শিমুল বিশ্বাস : শাহবাগ থানার নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে পাঁচ দিন রিমান্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাহবুব আলম। এর আগে বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায়ের পর পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। আদালত সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ২০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ছাত্রদল সভাপতি রিমান্ডে : পল্টন থানার নাশকতার মামলায় ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকাল রাজীব আহসানসহ গ্রেফতার ১৪ জনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আবদুল হান্নান। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ছাত্রদল সভাপতির পাঁচ দিন এবং অপর আসামিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। বিভিন স্থানে আরও মামলা : আমাদের নিজস্ব প্রতিবেদক প্রতিনিধিদের পাঠানো আরও খবর— খুলনা : খুলনায় নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ ২৮ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় গ্রেফতার হওয়া নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা ও যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলামসহ ১১ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। চট্টগ্রাম : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ গ্রেফতার হওয়া ১৯ নেতা-কর্মীকে গতকাল কারাগারে পাঠিয়েছে আদালত। সিলেট : পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় সিলেটে মামলা হয়েছে। গতকাল সকালে এসআই অনুপ চৌধুরী বাদী হয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ২০০ নেতা-কর্মীকে আসামি করে এ মামলাটি দায়ের করেছেন। থানার ওসি গৌসুল হোসেন জানান, মামলায় ৪৭ জনের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। হবিগঞ্জ : রায়কে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় হবিগঞ্জে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ভাঙচুরের ঘটনায় ৪ থানায় ৭৭৩ জনকে আসামি করে পৃথক ৫টি মামলা দায়ের করেছে পুলিশ। এর মধ্যে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ১৮৩ জনকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর