শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

টাকা লুট হচ্ছে, মামলা নেই

নিজস্ব প্রতিবেদক

টাকা লুট হচ্ছে, মামলা নেই

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হচ্ছে, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। কিন্তু এসব বিষয়ে কোনো মামলা নেই, বিচার নেই। অন্যদিকে দুই কোটি টাকার দুর্নীতির জন্য খালেদাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত ‘প্রশ্ন ফাঁস, শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। মান্না  বলেন, বেগম জিয়ার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে কিন্তু ডাকসু নির্বাচন তো তিনিও দেননি। তারপরও বলব এটা নির্বাচনী বছর। আর যাই হোক সবার অংশগ্রহণমূলক নির্বাচনের পথ যেন বন্ধ না হয় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। মাহমুদুর রহমান মান্না বলেন, বিরোধীদের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ। অন্যদিকে যুবলীগ-ছাত্রলীগ পুলিশকে সহযোগিতার নামে মোটরসাইকেল শোভাযাত্রা করছে।  দেশে এখন বন্য আইন চলছে। খালেদা জিয়াকে গ্রেফতারের পর রাজনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকাল তো চকবাজারের দিকে ছিল এখন কোন জায়গায় যায় সেটা বিএনপি নেতারাই ভালো বলতে পারবেন। কিন্তু এটুকু বলতে পারি যে গত কয়েকদিনে সরকারদলীয় নেতাদের বক্তব্যে দেশের মানুষ বেশ আতঙ্কিত ছিল। মনে হচ্ছিল যে, একটা অবরুদ্ধ ঢাকায় আমরা বসবাস করছি। এই রায় নিয়ে আমি কিছু বলব না। কিন্তু নিম্ন আদালতের বিচারব্যবস্থা নিয়ে সাবেক প্রধান বিচারপতি সিনহাও প্রশ্ন তুলেছিলেন। মান্না বলেন, প্রশ্ন ফাঁস কারা করছে, সেটা বোঝা যায়— যখন ঢাবি ভিসি অবরুদ্ধ হয়ে উদ্ধারের জন্য ছাত্রলীগকে ডাকেন— তা থেকেই। নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য ডা. জাহেদুর রহমান, নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা রফিকুল ইসলাম, ছাত্র নেতা মোস্তফা কামাল তোহা প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর