রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবেই

ভোলা প্রতিনিধি

সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবেই

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক। ওই সময় এই সরকারই ক্ষমতায় থাকবে। বিএনপি যদি মনে করে তারা এই সরকারের অধীনে নির্বাচন করবে না— এটা তাদের ব্যাপার। ২০১৪ সালে নির্বাচন করেনি তাতে কি লাভ হয়েছে? প্রধানমন্ত্রী চেষ্টা করেছিলেন আলোচনা করে এক সঙ্গে নির্বাচন করার। কিন্তু খালেদা জিয়া তা প্রত্যাখ্যান করেছেন। এবারও যদি নির্বাচন না করে তাহলে আমাদের কিছু করার নেই। সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবেই। মন্ত্রী গতকাল সদর উপজেলার বাংলাবাজার এলাকায় আজাহার ফাতেমে বেসরকারি মেডিকেল কলেজ  হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে দোয়া, মোনাজাত ও স্বাধীনতা জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। প্রায় ৩ একর জমির উপর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি ৮ তলা বিশিষ্ট হবে। এ সময়  সাবেক সচিব এম মোকাম্মেল হক, দৈনিক ভোরের কাগজ  সম্পাদক শ্যামল দত্ত, জেলা প্রশাসক মো. সেলিমউদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, পৌর মেয়র মো. মনিরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। তোফায়েল বলেন, ভোলায় ২২৫ ও ৫৫ মেগাওয়াটের ২টি পাওয়ার প্লান্ট রয়েছে। এছাড়াও  ভারতীয় একটি কোম্পানি সাপুরজি পালুনজি আরও ২২৫ মেগাওয়াট, আশুগঞ্জ থেকে ১০০ মেগাওয়াট ও স্যামসং-এর সঙ্গে যৌথ উদ্যোগে ৪০০ মেগাওয়াটের আরও একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ভোলাসহ  দক্ষিণাঞ্চলে বিদ্যুতের আর কোনো সমস্যা থাকবে না। ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন জায়গা দিয়ে ব্রিজ নির্মাণ হবে তার জন্য ম্যাপ দেখে ভেদুরিয়া থেকে লাহার হাট পর্যন্ত ব্রিজের স্থান নির্ধারণ করে দেন। ভোলা একটি শিল্প নগরী হবে। এই শিল্প নগরীর উৎপাদিত পণ্য  এ ব্রিজটি হলে পদ্মা সেতু দিয়ে মাত্র ৫ ঘণ্টায় ঢাকায় পৌঁছানো যাবে। সব মিলিয়ে ভোলার একটি উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে।

সর্বশেষ খবর