মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

অন্ধ সংস্থার নেতা হত্যায় দুজনের ফাঁসি

আদালত প্রতিবেদক

জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব খলিলুর রহমানকে হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে অপর চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য চার আসামি খালাস পেয়েছে। গতকাল ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন রমজান আলী ওরফে রমজান (পলাতক) ও টিপু ওরফে হীরা। যাবজ্জীবনপ্রাপ্ত চার আসামি হলেন হাসানুর রহমান রুবেল (পলাতক), মিনহাজ, শহীদ মোস্তফা ও জাহিদুল ইসলাম। খালাসপ্রাপ্ত চার আসামি হলেন আইয়ুব আলী, নুরুল আলম সিদ্দিকী, সোহাগ হোসেন হাওলাদার ও ইয়াকুব আলী। রায়ের পর্যবেক্ষণে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার সাবেক পুলিশ পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ এবং তার তদারককারী পুলিশ কর্মকর্তাকে ‘অদক্ষ ও অযোগ্য’ বলে ভর্ত্সনা করা হয়েছে। রায়ে ‘ত্রুটিযুক্ত’ অভিযোগপত্র দাখিল করায় নিবারণের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শক ও মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে বলা হয়, এ মামলার একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী নূরুজ্জামান শুভকে ট্রাইব্যুনাল থেকে বারবার সমন পাঠানো হলেও পুলিশ তার মৃত্যুসনদ ট্রাইব্যুনালে দাখিল করে। পরে সাক্ষী শুভকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায় এবং আদালতে হাজির করে তার সাক্ষ্যও নেওয়া হয়। পর্যবেক্ষণে আরও বলা হয়, অন্ধদের সম্পত্তি যেনতেনভাবে ব্যবহার করে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে জাতীয় অন্ধ কল্যাণ সংস্থা। ওই সম্পদ যাতে প্রকৃত অন্ধদের কল্যাণে ব্যয় করা হয়, সে জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও ঢাকার জেলা প্রশাসককে কার্যকরী ব্যবস্থা নিতে বলেছেন বিচারক। মামলা সূত্রে জানা গেছে, জাতীয় অন্ধ কল্যাণ সংস্থার সম্পদের ভোগদখল এবং সংগঠনের নির্বাচন নিয়ে সংগঠনের মহাসচিব খলিলুর রহমানের সঙ্গে মিনহাজ ও আইয়ুব আলী হায়দারের বিরোধ ছিল। ওই দ্বন্দ্বের জেরে ২০১১ সালের ১ জানুয়ারি শাহ আলীবাগ জনতা হাউজিংয়ের ৩৩ নম্বর বাড়িতে গুলি করে হত্যা করা হয় খলিলুরকে। তার স্ত্রী মোসাম্মৎ হাসিনা পারভীন পরদিন মিরপুর মডেল থানায় ১০ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

সর্বশেষ খবর