মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সাংবাদিকদের বিরুদ্ধে সমন জারিতে আরও সংযত হতে হবে

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের বিরুদ্ধে সমন জারিতে আরও সংযত হতে হবে

বাসেত মজুমদার

সংবাদপত্রের সম্পাদক বা সাংবাদিকদের বিরুদ্ধে কেউ মামলা করলেই সমন জারির বিষয়ে বিচারকদের আরও সংযত হওয়া উচিত বলেই মনে করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংবিধানে সংবাদপত্রের স্বাধীনতা সংরক্ষণ করা আছে। বিভিন্ন আইনেও গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হয়েছে। গণমাধ্যমকর্মীরা সেই অধিকার প্রয়োগ করবেন এটাই স্বাভাবিক। তিনি বলেন, একজন সাংবাদিক তার প্রতিবেদনের মাধ্যমে সমাজের নানা ধরনের অন্যায় অপরাধ তুলে ধরবেন। প্রতিবেদন যে কারও বিরুদ্ধেই যেতে পারে। সেখানে কথায় কথায় মামলা করার কিছু নেই। তিনি বলেন, এমপি-মন্ত্রীরা যদি দুর্নীতি করেন আর সাংবাদিক সেই দুর্নীতি তুলে ধরবেন এটাই স্বাভাবিক। এই দুর্নীতি তুলে ধরলে যদি এমপি বা মন্ত্রীরা মানহানি মামলা দায়ের করেন, আর বিচারকও সেই মামলায় সাংবাদিকের বিরুদ্ধে সমন জারি করে দেন এটা ঠিক নয়। এ বিষয়ে বিচারকদের আরও সংযত হতে হবে। ভালোভাবে বিবেচনা করতে হবে কী অপরাধে একজন সাংবাদিকের বিরুদ্ধে সমন দেবেন তিনি। বাসেত মজুমদার বলেন, যদি কোনো সাংবাদিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারও বিরুদ্ধে নিউজ করেন সেটা অপরাধ। আর তথ্য-প্রমাণ উপস্থাপন করে যদি কারও বিরুদ্ধে নিউজ করা হয় সেটা অপরাধ হতে পারে না, বরং যার বিরুদ্ধে নিউজটি করা হয়েছে তার বিষয়েই ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তিনি বলেন, মামলা করে সাংবাদিকদের অহেতুক হয়রানির বিষয়ে আমাদের উচ্চ আদালতও এ বিষয়ে একটি নির্দেশনা দিতে পারে। ওই আদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা গ্রহণের আগে বিষয়টি আরও ভালোভাবে পর্যালোচনা করতে নির্দেশনা দিতে পারে সুপ্রিম কোর্ট।

সর্বশেষ খবর